সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ জুন ২০২৫, ০১:২৯ এএম

মোট পঠিত: ২৪৫

নির্বিষ বোলিংয়ে হতাশার দিন বাংলাদেশের

Babul K.
নির্বিষ বোলিংয়ে হতাশার দিন বাংলাদেশের
খেলা

গলেও পেসাররা সফল ছিলেন না। সেই ধারাবাহিকতা বজায় রইলো কলম্বোতেও। তবে এবার আরও বাজে অবস্থা! কারণ গলে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে লিড নিতে দেয়নি বাংলাদেশ। কিন্তু এবার সেটি হয়নি। বরং বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিয়ে নিজেরা বড় লিডের পথ তৈরি করে রেখেছে লঙ্কানরা। আর সেটি সম্ভব হয়েছে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের কারণেই।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের ২৪৭ রানের জবাবে লঙ্কানদের প্রথম ইনিংসে দারুণ শুরু এনে দেন নিশাঙ্কা। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা লাহিরু উদারাকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন তিনি। উদারা অবশ্য ৪০ রানে আউট হয়েছেন। এরপর দীনেশ চান্ডিমালকে নিয়ে আরও ১৯৪-এর বেশি রানের জুটি গড়েন নিশাঙ্কা।  


গলে ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলে দলের ড্রয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এবার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন। আগের টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চান্ডিমালের সঙ্গে নিশাঙ্কার জুটিতে উঠেছিল ১৫৭ রান। সেটিও পেরিয়ে গেছেন তারা। চান্ডিমাল ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন।  


বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন নিশাঙ্কা ও চান্ডিমাল। দলীয় ৮৮ রানে শ্রীলঙ্কা যে উদানার উইকেটটি হারায়, সেটি তুলে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।  কিন্তু নির্বিষ বোলিংয়ে বাকিরা কোনো প্রভাব ফেলতে পারেননি।  শেষ বেলায় বাংলাদেশের দ্বিতীয় সাফল্যটি আসে নাঈম হাসানের হাত ধরে। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন চান্ডিমাল। তাতে শেষ হয় ১৫৩ বলে তার ৯৩ রানের ইনিংস।


অথচ একই পিচে বাংলাদেশের ব্যাটাররা ঠিকভাবে দাঁড়াতেই পারেননি। কোনো ব্যাটার ফিফটিও ছুঁতে পারেননি। প্রথম দিন সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। আর বোলারদের অবস্থা আরও সঙ্গীন। দুই পেসার নাহিদ রানা ও এবাদত হোসেন রান খরচ করেছেন দেদারসে। স্পিনারদের অবস্থাও সুবিধার নয়। তাইজুল ও নাঈম উইকেট পেলেও মেহেদী হাসান মিরাজ কিছুই করতে পারেননি।  


দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৯০ রান, লিড ৪৩ রানের। ব্যক্তিগত ১৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নিশাঙ্কা।


এখন পর্যন্ত বাংলাদেশের দলীয় সাফল্য যেখানে প্রায় নেই বললেই চলে, সেখানে একটি ব্যক্তিগত সাফল্য আছে কেবল লিটন দাসের। চান্ডিমালের ক্যাচ ধরে তিনি ভেঙেছেন মুশফিকুর রহিমের একটি রেকর্ড। এতদিন উইকেটকিপার হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক ছিলেন মুশফিক (১১৩টি)। লিটন আজ তাকে ছাড়িয়ে গেছেন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo