সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ জুলাই ২০২৩, ০৬:১৫ এএম

মোট পঠিত: ৩৬৯

ময়মনসিংহে মা-মেয়েসহ ৪ মরদেহ উদ্ধার

Babul K.
ময়মনসিংহে মা-মেয়েসহ ৪ মরদেহ উদ্ধার
সারা দেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলার পৃথক স্থান থেকে মা-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।তারা হলেন- জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) ও তার তিন বছর বয়সী মেয়ে আয়েশা জান্নাত লামিয়া, ডাকাতিয়া ইউনিয়নের বিন্নরীপাড়া এলাকার আনোয়ার খানের ছেলে আব্দুল্লাহ (১০), তারাকান্দা উপজেলার আব্দুল খালেকের স্ত্রী নুরুন্নাহার আক্তার (৩৪)।


ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিকুল ইসলাম বলেন, জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার জাহিদ হোসেন স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ১৪ বছর আগে সিনথিয়াকে বিয়ে করেন জাহিদ হাসান। অভাব অনটনের সংসারে প্রায়ই ঝগড়া হতো। সিনথিয়া রাতে সাড়ে তিন বছরের মেয়ে লামিয়াকে নিয়ে বসতঘরে ঘুমাতে যান। পরদিন সকাল ১০টার দিকে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।


এসআই মানিকুল আরও বলেন, ধারণা করা হচ্ছে, আগে মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পরে সিনথিয়া নিজেও ওই একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একই থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, নুরুন্নাহার আক্তার দুই সন্তান ও স্বামী আব্দুল খালেককে নিয়ে ভালুকার কাশর এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে নুরুন্নাহার ছাদে কাপড় শুকাতে যান। এ সময় পা পিছলে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি ছাদ থেকে পড়ে গেছেন নাকি হত্যা করা হয়েছে, তদন্তের পর বলা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে একই থানার আরেক এসআই কাজল হোসেন  বলেন, উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকার আনোয়ার খানের দুই ছেলে হুজাইফা ও আব্দুল্লাহ। দুজনই মাদরাসায় পড়াশোনা করতেন। ঈদের ছুটিতে তারা বাড়িতে ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে আব্দুল্লাহ মোবাইলে গেম খেলছিল। এ সময় বড় ভাই হুজাইফা গেম খেলতে দিবে না বলে মোবাইল নিয়ে নেয়। এরই জেরে আব্দুল্লাহ নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo