সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম

মোট পঠিত: ১৯২

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত “ইসলামের আলোকে সুস্থ জীবন

Babul K.
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত “ইসলামের আলোকে সুস্থ জীবন
ঢাকা

৭ ডিসেম্বর মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশন আয়োজিত “ইসলামের আলোকে সুস্থ জীবন”(পর্ব ০২) অনুষ্ঠানে ইসলামিক শিক্ষা ও সুস্থ জীবনযাপনের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, ডাক্তার শারীরিক ও শিশু, অর্থোপেডিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ এবং সমাজসেবীরা অংশগ্রহণ করেছেন।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ইসলামের নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি, দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ প্রচার।

দুইটি অধিবেশনে বিভক্ত এই অনুষ্ঠানটির প্রথম অধিবেশনে ধর্মীয় ব্যক্তিত্বরা ইসলামের দৃষ্টিতে সাদাকার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয় অধিবেশনে শারীরিক ও শিশু, অর্থোপেডিক স্বাস্থ্যের বিশেষজ্ঞরা সুস্থ থাকার উপায় নিয়ে বক্তব্য রাখেন এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেন।

উক্ত অনুষ্ঠানে আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক চিন্তাবিদ ড. এম. ডি. আতাউর রহমান মিয়াজী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ এ. কে. এম. আল মাসুদ,অধ্যাপক গোলাম মাঈন উদ্দিন,মুফতি মোহাম্মদ বদিউল আলমসহ প্রমুখ।

মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বলেন, “দান-সাদকা শুধুমাত্র ইবাদত নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ। দান এমন একটি অমূল্য উপহার, যা বিপদ থেকে মুক্তি দেয় এবং মানুষের জীবন ও সমাজকে বদলে ফেলে।

ডাঃ এ. কে. এম. আল মাসুদ বলেন, “ইসলাম শুধু ধর্মীয় বিধান নয়, আমাদের দৈনন্দিন জীবনেও সুস্থতা ও কল্যাণের পথ প্রদর্শন করে। ইসলাম আমাদের শেখায় কীভাবে একটি সুস্থ,জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।”


মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “ইসলামের আলোকে সুস্থ জীবন” অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ইসলামের নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমাদের লক্ষ্য শুধু দান ও সাদকার গুরুত্ব বোঝানো নয়, বরং ইসলামের পথ অনুসরণ করে সুস্থ জীবনযাপন ও কল্যাণমূলক জীবনযাত্রার দিকে মানুষকে অনুপ্রাণিত করা।

এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইসলামী মূল্যবোধের আলোকে শারীরিক ও মানসিক সুস্থতার পথে অনুপ্রাণিত হন, যা আয়োজকদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধআশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন অনাথ/এয়াতিম শিক্ষার্থী ও বৃদ্ধ- বৃদ্ধা বসবাস করেন। এর বাহিরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরন দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। এছাড়া চিকিৎসা খাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে ‘মাস্তুল এইড’ প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিকের অধিক সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ববরণকারী রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে সাবলম্বী করছে। মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাহিরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০ এর অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যাবস্থা হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo