সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম

মোট পঠিত: ২৬৫

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি শ্রমিকের দুর্দশা

Babul K.
মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি শ্রমিকের দুর্দশা
প্রবাসী

 মালয়েশিয়ায় অসহনীয় দুর্দশার শিকার কমপক্ষে ১০০ বাংলাদেশি শ্রমিক। তাদেরকে কাজের প্রতিশ্রুতি দিয়ে নেয়ার কমপক্ষে তিন মাস পর্যন্ত কাজ দেয়া হয়নি। ফলে কুয়ালালামপুরের চেরাসে এসব বাংলাদেশি কঠিন দুর্দশার শিকার। অভিবাসী বিষয়ক অধিকারকর্মী অ্যান্ডি হল এ কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন মালয়েশিয়া কিনি। এতে বলা হয়, অ্যান্ডি হল এক রিপোর্টে লিখেছেন ১০৪ জন শ্রমিককে নিয়োগ করে চেরাস ভিত্তিক একটি নির্মাণ প্রতিষ্ঠান। কিন্তু গত বছর নভেম্বরে তারা মালয়েশিয়ায় পৌঁছার পর আছেন কর্মহীন।


রিপোর্টে আরও বলা হয়, মালয়েশিয়ায় যাওয়ার জন্য অতিরিক্ত ফি দিতে হয়েছে এসব শ্রমিককে। এর পরিমাণ ১৯৫০০ থেকে ২১৭০০ রিঙ্গিত পর্যন্ত। তাদেরকে ভাল থাকা এবং উচ্চ বেতনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। শ্রমিকদের বেশির ভাগই এই অর্থ পরিশোধ করেছেন নানাজনের কাছ থেকে ধার দেনা করে।


ফলে তারা ঋণের ফাঁদে আটকে পড়েছেন। একজন শ্রমিকের সাক্ষাৎকার নিয়েছেন অ্যান্ডি হল। তিনি বলেছেন, তার সামনে আর্থিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়। তিনি সেজন্য পরিবারকে আর্থিক সাপোর্ট দিতে চেয়েছিলেন। কিন্তু সেই আশা ভেঙেচুরে গেছে। তিনি বলেন, আমি এখন ঋণের ভারে ন্যূব্জ। টাকা ধার করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা শোধ করবো। সেই টাকা এখন পাঠাতে পারছি না। পাওনাদাররা আমার পরিবারকে হুমকি দিচ্ছে।


ওই রিপোর্টে বলা হয়, এসব শ্রমিক এখন একটি নির্জন স্থানে অবস্থান করছেন। শতাধিক এই শ্রমিকের ব্যবহারের জন্য আছে একটিমাত্র টয়লেট। তাদেরকে খাবার হিসেবে দেয়া হয় ভাত, ডাল, আলুভর্তা। তাও পর্যাপ্ত নয়। কখনও চারদিন পর্যন্ত খাবার দেয়া হয় না। একজন শ্রমিক অভিযোগ করেন, তাকে চারদিন পর্যন্ত খাবার দেয়া হয়নি। তার অপরাধ তিনি প্রত্যাশিত কাজের বিষয়ে জানতে চেয়েছিলেন। এর শাস্তি দেয়া হচ্ছে তাকে এভাবে। এ ছাড়া কোম্পানির প্রতিনিধিরা বা নিয়োগকারীরা তাদেরকে শারীরিক বা মৌখিক নির্যাতন করে বলে উল্লেখ করেন শ্রমিকরা।


অ্যান্ডি হল বলেন, শারীরিক নির্যাতন, মৌখিক নির্যাতন, শ্রমিকদেরকে ভীতি প্রদর্শন সেখানে আতঙ্কের ও অনিরাপত্তার এক পরিবেশ সৃষ্টি করেছে। তিনি আরও লিখেছেন, নিয়োগকারী প্রতিনিধিদের মধ্যে অন্যতম একজন বাংলাদেশি ‘বস’। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে শ্রমিককে হত্যার হুমকি সহ সন্ত্রাসী নানা রকম হুমকি দেয়ার।


মালয়েশিয়া পৌঁছার পর শ্রমিকদের পাসপোর্ট জব্দ করেছে নিয়োগকারীরা। এর ফলে এসব শ্রমিক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। তারা তাদের অধিকার বা সাহায্যের জন্য কারো কাছে যেতে পারছেন না। এর প্রেক্ষিতে তাদেরকে রক্ষা করতে অবিলম্বে হস্তক্ষেপ করা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি প্রয়োজন। এরই মধ্যে ১৮ জন শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে তেরেঙ্গগানুতে। সেখানে প্রায় ৩০০ শ্রমিকের সঙ্গে রাখা হয়েছে তাদেরকে। এসব শ্রমিকের বেশির ভাগই কর্মহীন এবং তাদের সঙ্গে কোনো ডকুমেন্ট নেই। অ্যান্ডি হল লিখেছেন, মানবসম্পদ বিষয়ক মন্ত্রী স্টিভেন সিম এবং মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এসব অভিযোগের তদন্ত করছেন। যারা আইন লঙ্ঘনের জন্য দায়ী হবেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo