সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ এএম

মোট পঠিত: ২২০

ক্ষমতায় গেলে অভ্যুত্থানের ‘শহীদদের’ নামে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান: তারেক রহমান

Babul K.
ক্ষমতায় গেলে অভ্যুত্থানের ‘শহীদদের’ নামে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান: তারেক রহমান
রাজনীতি

জুলাই- আগস্টের আন্দোলনের বাইরে থাকা সাধারণ মানুষের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ১৮ নভেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে ‘আমরা বিএনপি’ পরিবারের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে বিএপি ক্ষমতায় গেলে তাদের নামে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।

এছাড়া, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব বলেও মন্তব্য করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ভবিষ্যতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হবে বলে জানিয়ে চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বিভিন্ন পলিসি নিয়ে পলিসির মাধ্যমে দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আমাদের যতটুকু অবস্থান আছে,আমরা যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমাদের উচিত মানুষের বিপদে আপদে সাহায্য করা। আহত-নিহতদের সম্পর্কে বলেন, আন্দলোনে বহু মানুষ, দেশপ্রেমিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মানুষ কে ব্যক্তিগতভাবে হয়তো সাহায্য করা সম্ভব নয়। তবে যে মানুষগুলো শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে যতটুকু সম্ভব দাড়ানো উচিত। আমি মনে করে দল মত নির্বিশেষে এটা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, আন্দোলন বাদেও সামাজিকভাবে বহু মানুষ আছেন যারা বিভিন্নভাবে জন্মগত কারনেই হোক বা অসুখেই হোক পঙ্গুত্ববরণ করতে হয়েছে। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোন মানুষ পঙ্গু হয়ে থাকে সে পরিবারের কাছে একটি বোঝার মতো হয়ে থাকে। সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায়। জনগণের সমর্থনে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারের সদস্য হোক, স্বচ্ছ বা অস্বচ্ছ হোক আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যেসকল পরিবারে এরকম সদস্য আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। যাতে করে সে পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব সাবলম্বী হতে পারে।

আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, কোশাধক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে।

তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত বর্তমান পরিস্থিতি তৈরি করতে বিগত ১৭ বছরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। চব্বিশের অভ্যুত্থানেও বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের পাশে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ানো সবার দায়িত্ব। তিনি আরও বলেন, বিএনপি আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সংগঠন জরুরি না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo