সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ জুলাই ২০২৪, ১২:২৪ এএম

মোট পঠিত: ২৭৮

কোটা বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ২১১ জন

Babul K.
কোটা বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে  ২১১ জন
জাতীয়

রাজধানীতে কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন - একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও মাইন উদ্দিন (২৫)। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার ঘটনায় আহত হয়ে মাইনউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ও শিক্ষার্থীর ডালিম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরের দিকে মারা যায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, পরবর্তী সময়ে সংঘাতে এ নিয়ে ঢাকাসহ সারা দেশে ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, লাশ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া গেছে।

জানা গেছে, নিহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম যশোর ঝিকরগাছা উপজেলার নওশের আলীর ছেলে। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় একটি ম্যাচে থাকতেন তিনি। পাশাপাশি তেজগাঁও এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন তিনি।


গত শুক্রবার রামপুরা এলাকায় সহিংসতার সময় ডালিম আহত হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের জেনারেল আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। এদিকে গত ২১ জুলাই যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় সহিংসতায় মাইনউদ্দিন আহত হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি। নিহত মাইনউদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার কামরুল ইসলামের ছেলে।


নিহত মাইন উদ্দিন বাবা কামরুল ইসলাম বলেন, আমার ছেলে ২১ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক বাসায় টিউশনিতে যায়। টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে তার গুলি লাগে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সংঘাতের ঘটনায় ৩২০ জনের চোখে অস্ত্রোপচার: কোটা বিরোধী আন্দোলনে সংঘাত সংঘর্ষের ঘটনায় চোখে আঘাতপ্রাপ্ত হয়ে ৪২৫ জন রোগী এসেছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। এ ছাড়া আঘাত না পেলেও চোখে জটিলতা নিয়ে এসেছিলেন দেড় শতাধিক। তারা সংঘাতের সময় নানাভাবে আহত হয়েছিলেন।

এর মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ৩২০ জনের চোখেই করতে হয়েছে অস্ত্রোপচার। কয়েকজনের চোখে একাধিক অস্ত্রোপচার হয়েছে। এখনো ১৩ জন ভর্তি থেকে নিচ্ছেন চিকিৎসা। তাদের চোখের অবস্থা আশঙ্কাজনক। তাদের অধিকাংশের চোখে ছররা গুলির আঘাত লাগে।


পঙ্গু হাসপাতাল ভর্তি ২৬৮ জনের মধ্যে গুলিতে আহত ২৪১: পঙ্গু হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ভর্তি হওয়া ৬৮৬ রোগীদের মধ্যে ২৬৮ জন কোটা আন্দোলনের সময় সংঘর্ষে আহত। ২৪১ জন গুলিতে আহত হয়ে ভর্তি হয়। এ ছাড়া লাঠি, রড ও দায়ের আঘাত পেয়ে ভর্তি হয় ২৭ জন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo