সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পিএম

মোট পঠিত: ৩২৬

কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ কী?

Babul K.
কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ কী?
লাইফষ্টাইল

ডেইলি বাংলা টাইমস: আমাদের শরীরের ৭০ ভাগই পানি। আর এই পানিকে পরিশুদ্ধ করে রক্তের প্রবাহে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে কাজ করে কিডনি। তবে কিডনিতে পাথর হলে এই কাজ অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়ে।

বৃক্ক বা কিডনি মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচনতন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও কিডনির সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


অনেকেই মনে করেন, শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তা কেবল শরীরের বিভিন্ন স্থান ও জয়েন্টের ব্যথার কারণ হয়ে ওঠে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেক রোগীর ক্ষেত্রেই এই ইউরিক অ্যাসিড শুধু ব্যথার কারণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা কাজ করতে শুরু করে কিডনিতে পাথর তৈরিতেও।


গবেষকরা বলছেন, শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে তা যদি ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং ব্যথার স্থানে ফোলাভাব ও লালচে রং হতে শুরু করে তাহলে রোগীকে অবশ্যই সতর্ক থাকতে হবে।


এ বিষয়ে ভারতের আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, কিডনিতে পাথর হওয়ার মধ্যে একটি অন্যতম কারণ হলো ইউরিক অ্যাসিড।


তিনি আরও বলেন, কিডনিতে পাথর জমলে রোগীর মধ্যে ব্যথার লক্ষণই প্রথমে ধরা পড়ে। আর তা হলো পেট কিংবা পিঠে ব্যথা। তবে এই ব্যথা অন্যসব ব্যথার তুলনায় আলাদা। কিডনি সমস্যায় অনেক সময় ইউরিনের সঙ্গে রক্ত বের হতে পারে। তবে আরও গভীরে রোগ ছড়িয়ে পড়লে কিডনির পাথর ধীরে ধীরে ইউরিনের রাস্তাতেও জমতে শুরু করে। 


সাধারণত ইউরিনে ইনফেকশান, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা, দীর্ঘক্ষণ প্রসাব আটকে রাখার কারণে হয়ে থাকে। এছাড়া কেমোথেরাপি বা অন্য কোনো কারণে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর জমে।


এই রোগ নির্ণয়ে প্রথমে রোগীর হিস্ট্রি চেক করেন চিকিৎসক। এরপর রোগীকে করতে হয় সিটি বা এমআরআই টেস্ট। এই দুই টেস্ট দিয়েই বোঝা যায় কিডনিতে পাথরের অস্তিত্ব।


তবে কিডনিতে পাথরের অবস্থান ও ধরন বোঝার জন্য চিকিৎসকরা আরও কিছু সময় অপেক্ষা করেন। কিডনিতে পাথরের ধরন ছোট হলে ওষুধ ও পর্যাপ্ত পানি গ্রহণের মাধ্যমে ট্রিটমেন্ট শুরু করেন চিকিৎসকরা। আর কিডনিতে পাথরের ধরন বড় হলে দেরি না করে চিকিৎসকরা কিডনির পাথর অপসারণের জন্য সার্জারির সিদ্ধান্ত নিয়ে থাকেন।


সূত্র: এই সময় 



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo