সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ মার্চ ২০২৪, ০৬:১৩ এএম

মোট পঠিত: ৩০৪

জয়ের বন্দরে গিয়েও হার দেখল বাংলাদেশ

Babul K.
জয়ের বন্দরে গিয়েও হার দেখল বাংলাদেশ
খেলা

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। দাসুন শানাকার করা ওভারের প্রথম বলটি ছিল ফুলটস, সেখানে ব্যাট চালিয়ে মিড অফে ধরা পড়েন রিশাদ হোসেন। পরের বলটি নতুন ব্যাটার তাসকিনকে ওয়াইড করেন শানাকা। বৈধ দ্বিতীয় বলে এক রান নিলে স্ট্রাইক পান জাকের। তখন ৪ বলে বাংলাদেশের প্রয়োজন ১০ রান। এমন সমীকরণের সামনে সীমানায় ধরা পড়েন জাকের। শরিফুল ইসলাম উইকেটে এসে প্রথম বলেই চার মারেন। পরের বলে আরও এক রান নিলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন হয় ৫ রান। কিন্তু তাসকিন ১ রানের বেশি নিতে পারেননি। শ্রীলঙ্কা জয় পায় ৩ রানের।


সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন জাকের।



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষেই। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করে শেষ ওভারে ৫ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। সেদিন মাত্র ১৯ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন লিটন দাস। আজ ২০৭ রানবের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই লিটন বিদায় নেন।


আরেক ওপেনার সৌম্য (১২) বিদায় নেন দলীয় ২১ রানের মাথায়। ৩০ রান হতেই বিদায় তাওহীদ হৃদয়েরও (৮)।


কাণ্ডারি শান্ত ও মাহমুদউল্লাহ ৩৮ রানের জুটিতে বিপর্যয় সামাল দিলেও শান্তর ইনিংস দলের আস্কিং রানরেটের চাপ বাড়িয়ে দেয়। ২২ বল খেলে মাত্র ২০ রান করেন তিনি।


এখান থেকেই রিয়াদ-জাকের আলীর লড়াই শুরু। ১৭ মাস পর দলে ফেরা রিয়াদ এদিন ইনিংস শুরু করেনি ছক্কা হাঁকিয়ে। বাকি সময়টাও দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। দলে প্রত্যাবর্তনটা রাঙান অর্ধশতক দিয়ে।


এই জুটিতে ২৭ বলে ৪৭ রান যোগ হয়। ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন রিয়াদ। এরপর অবশ্য আর টেকেননি। থিকসানার বলে আউট হন ৩১ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৪ রানের ইনিংস খেলে।


রিয়াদের বিদায়ের পর টাইগারদের আশা দেখাতে থাকেন জাকের আলী। এর আগে এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও এই ম্যাচ দিয়েও আসল অভিষেক হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়ানো জাকেরের। একে একে ৬ ছক্কা মেরে সিলেটের মাঠে উপস্থিত দর্শক সমর্থকদের আনন্দে ভাসান এই লোকাল বয়।


দলীয় ১৮০ রানে বিদায় নেন ১১ বলে ১৬ রান করা মেহেদী হাসান। জয়ের জন্য তখন ১৩ বলে দরকার ২৭ রান। ম্যাচ শেষ করে আসার দায়িত্বটা তখন জাকেরের। পাথিরানার করা ১৯তম ওভারে ১৫ রান। শেষ ৬ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১২ রান।


২০তম ওভারের প্রথম বলেই বিদায় নেন রিশাদ হাসান। দ্বিতীয় বলটি ওয়াইড দেন বোলার। এরপরের বলে সিঙেল নিয়ে জাকেরকে দেন তাসকিন। কিন্তু কপাল খারাপ। শানাকার বলটি লংঅনে তুলে মেরে ফিল্ডারের হাতে ধরা পড়েন জাকের। ৩৪ বলে ৪ চার ও ৬ ছয়ে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন জাকের।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo