সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম

মোট পঠিত: ৩০০

জোট সরকারে অনীহা পিপিপির

Babul K.
জোট সরকারে অনীহা পিপিপির
আন্তর্জাতিক


সদ্য সমাপ্ত পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে মুহুর্তে মুহুর্তে জল ঘোলা হচ্ছে। এবার জোট সরকারে যেতে আপত্তি জানিয়েছে দেশটির অন্যতম দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি (সিইসি)। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তারা পাকিস্তানের অর্থনৈতিক, রাজনৈতিক সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে জোট সরকারের প্রতি অনীহা প্রকাশ করেছে বলে ওই দেশের মিডিয়ায় প্রকাশিত খবরে জানা গেছে। তবে দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।


আজ মঙ্গলবার (১৩ ফ্রেবুয়ারি) তারা আবারও বৈঠকে বসতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। একইসাথে তারা জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিয়ে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন), ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সাথেও আলোচনা করবে।


এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে পিএমএল-এন ও পিপিপি লাহোরে এক বৈঠক করে। এতে পাকিস্তানে সরকার গঠন নিয়ে ব্যাপক আলোচনা হয়। বৈঠকে পিএমএল-এন নিজেরা প্রধানমন্ত্রীর পদটি রেখে পিপিপিকে রাষ্ট্রপতি, সিনেট চেয়ারম্যান এবং পার্লামেন্টের স্পিকার পদটির প্রস্তাব করে। পিপিপি জানায় যে সিইসি বৈঠকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


সোমবার রাতে সিইসির সভা শেষে এক সংবাদ সম্মেলনে পিপিপি নেতা এবং সিনেটর শেরি রেহমান বলেন, পিপিপি সকল রাজনৈতিক দলের সাথে কথা বলবে। এ নিয়ে একটি কমিটি গঠন করা হবে।


তিনি আরও বলেন, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় ওই কমিটি গঠন করা হবে। আর সিইসির বৈঠকও বেলা ৩টায় আবার শুরু হবে।


পিপিপির আরেক নেতা নেতা শাহজিয়া মারি জানান, পিপিপির সর্বোচ্চ কমিটি নির্বাচনে অনিয়মে উদ্বেগ প্রকাশ করেছেন। ডনের সাথে আলাপকালে পিপিপির এ নেতা বলেন, সিইসি সভায় একটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে। সেটা হলো কেন্দ্রে আসন্ন সরকারে তারা যোগ দেবে কী দেবে না।


তিনি বলেন, সিইসির বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্য অভিমত প্রকাশ করেছে যে অর্থনীতিসহ নানা চ্যালেঞ্জ থাকায় তাদের উচিত হবে না সরকার গঠন করা। তারা কেবল সিন্ধুতেই সরকার গঠনের কাজে নিয়োজিত হতে চায়। সেখানে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে অনেকেই জোর দিয়ে বলেছে, পিপিপির সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না।


পিপিপির ওই নেতা আরো বলেন, দেশ যখন কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন সরকার গঠন করা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি বলেন, ক্ষমতা ভাগাভাগির যে ফরমুলা মিডিয়ায় এসেছে, তা নিয়ে বৈঠকে এমনকি আলোচনাও হয়নি।


পিটিআই-সমর্থিত স্বতন্ত্রদের সমর্থন করা প্রশ্নে পিপিপির ওই নেতা বলেন, তারা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলতে চায়। তবে এজন্য তাদের আগে নিজেদের তৈরী করতে হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo