সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম

মোট পঠিত: ১৯৮

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় সদস্যপদ অর্জন করলো বাংলাদেশ

Babul K.
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় সদস্যপদ অর্জন করলো বাংলাদেশ
জাতীয়


এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে বাংলাদেশ কূটনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ জয়লাভ করেছে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ট্রেইনিং সেন্টার অন আইসিটি ফর ডেভলপমেন্ট (এপিসিআইসিটি) এবং প্যাসিফিক সেন্টার ফর দ্যা ডেভলপমেন্ট অব ডিস্যাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম) - এই দুই মর্যাদাপূর্ণ আঞ্চলিক সংস্থার গভর্নিং কাউন্সিলে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে।

এই অর্জন ইউএনইএসসিএপির অধীনে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতিরই প্রতিফলন। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইউএন আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইএসসিএপির নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিশাবানা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, এবং অঞ্চলের একাধিক দেশের মন্ত্রীগণ।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী অধিবেশনটির সভাপতি নির্বাচিত হন এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সহ-সভাপতি মনোনীত হন।এছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভিডিও বার্তায় ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ’—এই তিন মূলনীতির ভিত্তিতে একটি টেকসই, সমবায়ী ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের আহ্বান জানান।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ড. আনিসুজ্জামান চৌধুরী। তার সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটিডি) সচিব শীষ হায়দার চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

“স্থিতিশীল ও টেকসই নগর উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা” শীর্ষক অধিবেশনে বাংলাদেশের অবদান ছিল তাৎপর্যপূর্ণ। ড. আনিসুজ্জামান চৌধুরী স্মার্ট, সবুজ ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা ও গবেষণা অংশীদারত্ব বাড়ানোর জন্য সদস্য রাষ্ট্র ও ইউএনইএসসিএপির প্রতি জোরালো আহ্বান জানান।

শীষ হায়দার চৌধুরী আন্তঃসীমান্ত পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার এবং সমন্বিত চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতামূলক সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের পক্ষ থেকে 'তিন শূন্য' দর্শনের আলোকে নগর উন্নয়নের উদ্ভাবনী মডেলের কথাও তুলে ধরেন—যার অনুপ্রেরণা ড. ইউনূসের বই "এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস: দ্যা নিউ একোনমিকস অব জিরো প্রোভারটি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো কার্বন ইমিশন্স"।

‘তিন শূন্য’ বিষয়ক উচ্চপর্যায়ের আলোচনায় ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী আঞ্চলিক অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি ও অর্থায়নে সহায়তা দেওয়ার ওপর জোর দেন।

অধিবেশনের বাইরে বাংলাদেশ প্রতিনিধিদল ইউএনইএসসিএপির নির্বাহী সচিবের সঙ্গে একটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়, যেখানে আইসিটি ও ডিজিটাল সহযোগিতা, আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

তথ্যসূত্র: বাসস


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo