সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

মোট পঠিত: ৬০

জাতীয় সনদের বাইরে কোনো ঘোষণা গ্রহণযোগ্য নয়: বিএনপি

Babul K.
জাতীয় সনদের বাইরে কোনো ঘোষণা গ্রহণযোগ্য নয়: বিএনপি
রাজনীতি

জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে সনদে স্বাক্ষরকারী দলগুলোর কোনো বাধ্যবাধকতা থাকবে না বলে মন্তব্য করেছে বিএনপি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।


তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকারই দায়ী থাকবে।”


ড. খন্দকার মোশাররফ জানান, সোমবার (১০ নভেম্বর) তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বলা হয়— ঐকমত্য কমিশনের আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে বক্তব্য দিচ্ছেন, যা বিভ্রান্তিকর এবং সনদ অগ্রাহ্য করার শামিল।

তিনি আরও বলেন, “জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে সনদে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। সরকারকেই এর দায় নিতে হবে। আমরা সরকারকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”


নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বিএনপির এই নেতা বলেন, “যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তারাই এখন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জুলাই সনদ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই— আমরা সরকারকে এ বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”


ড. মোশাররফ বলেন,“রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় এক বছরব্যাপী আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়। কিছু ভিন্নমত (নোট অব ডিসেন্ট) সত্ত্বেও এটি ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী এর বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ হয়েছে।”


তিনি অভিযোগ করেন, “সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে উপেক্ষা করার শামিল।”


বিএনপি নেতা বলেন, “জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশন সরকারকে সুপারিশ করার পরও সরকার এখনো বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এতে আমরা উদ্বিগ্ন।”


গণভোটের বিষয়ে আলোচনার সুযোগ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, তখন আলোচনার সুযোগ থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি।”


রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী দলগুলো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না। বরং যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই অস্থিরতার দায় বিএনপির নয়।”


ড. খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস,ড. আব্দুল মঈন খান,নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ,আমীর খসরু মাহমুদ চৌধুরী, এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo