সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ মার্চ ২০২৩, ০৬:২৯ এএম

মোট পঠিত: ৩১৭

গ্রেপ্তার ‘এড়ালেন’ ইমরান খান

Babul K.
গ্রেপ্তার ‘এড়ালেন’ ইমরান খান
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার এড়াতে সক্ষম হলেন। রোববার তাকে গ্রেপ্তার করতে বাসবভবনে সামনে পুলিশ গেলে সমর্থকরা বাধা দেন। তারা বলেন, নেতার আগে সমর্থকদের গ্রেপ্তার করতে হবে। এক পর্যায়ে পুলিশ সেখান থেকে চলে যেতে বাধ্য হয়।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান গ্রেপ্তার হতে পারেন এমন সম্ভাবনার মধ্যে লাহোর শহরে তার বাড়ির সামনে সমবেত হন তার সমর্থকরা। দুপুর সাড়ে ১২ টার দিকে লাহোরের জামান পার্ক এলাকায় তার বাসভবনের বাইরে পুলিশের একটি দল আসে। এরপর ইসলামাবাদ পুলিশের সঙ্গে সমর্থকদের ধস্তাধস্তি হয়। তাদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। তারা ইমরান খানের পক্ষে মিছিল দিতে থাকেন।

তারা পুলিশকে জানান, নেতা ইমরান খান বাড়িতে নেই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ইসলামাবাদ পুলিশের প্রধান জানান, তারা শূন্য হাতে ফিরবেন না। কিন্তু স্থানীয় সময় দেড়টায় পুলিশ সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। ইমরান খান কোথায় আছেন তা নিয়ে যখন নানা আলোচনা চলছিল তখন বিকেল ৫টার কিছু আগে পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেন ইমরান খান। এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচারও করা হয়। ইমরান খান তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মাথানত করবো না। তিনি বলেন, দেশ এখন কঠিন দুঃসময় পার করছে। অর্থনীতিতে ধস নামিয়েছে সরকার।
গত সপ্তাহে আদালত একটি মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশের নেতাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি। ইমরান খান মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।

ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ হুঁশিয়ারি দিয়েছে যে তাদের নেতাকে গ্রেপ্তার করা হলে পাকিস্তানের রাজনৈতিক সংকট পরিস্থিতির গুরুতর অবনতি হবে। গত বছর পার্লামেন্টের এক ভোটে ক্ষমতাচ্যুত হবার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এগুলোর মধ্যে তার রাজনৈতিক দলের জন্য অবৈধ অর্থ সংগ্রহ এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২০ ফেব্রুয়ারি ইমরান খান গ্রেপ্তার এড়াতে একটি মামলায় দু’সপ্তাহের জন্য জামিন পেয়েছিলেন। গত বছর একটি বিক্ষোভ সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় ইমরান খান আহত হন। তার আইনজীবীরা এর আগে স্বাস্থ্যগত ও নিরাপত্তার কারণ দেখিয়ে ইমরান খানের সশরীরে আদালতে হাজির হওয়া ঠেকানোর চেষ্টা করেছিলেন, তবে আদালতে এসব আবেদন খারিজ হয়ে যায়। পাকিস্তানের নির্বাচন কমিশন গত বছর ইমরান খানকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করে। তার বিরুদ্ধে বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী এবং সেগুলো বিক্রি করে পাওয়া অর্থের কথা সঠিকভাবে না জানানোর অভিযোগ আনা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান আদালতে মামলা করেছেন। ইমরান খানের সমর্থকরা এর আগেও তাকে গ্রেপ্তার করা হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু করার কথা বলেছেন।-বিবিসি ও ডন


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo