সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ আগস্ট ২০২৩, ১২:৩২ এএম

মোট পঠিত: ৩৩১

গণতন্ত্রের সমস্যা অভ্যন্তরীণ নয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় : সুজন সম্পাদক

Babul K.
গণতন্ত্রের সমস্যা অভ্যন্তরীণ নয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় : সুজন সম্পাদক
জাতীয়

নির্বাচন, ভোটাধিকার বা গণতন্ত্রের সমস্যা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

আজ শনিবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুজন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বদিউল আলম মজুমদার বলেন, ‘এই ভোটাধিকার আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। পাশাপাশি আন্তর্জাতিক আইন, সার্বজনীন মানবাধিকার এবং আমরা আন্তর্জাতিকভাবে অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেছি, যার কারণে আমরা ভোটাধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তাই যেকোনো রাষ্ট্রই আমাদের দায়বদ্ধ করতে পারে। এটা কোনো দেশের অভ্যন্তরীণ নয়, জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের কর্মসূচি কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের আজকের মানববন্ধন মানুষের পক্ষে আর তাদের ভোটাধিকারের পক্ষে। দলীয় সরকার বনাম তত্ত্বাবধায়ক সরকার এটা কিন্তু মূল ইস্যু নয়। এটা যদি ইস্যু হয়, তাহলে কোনো দিন সমাঝোতা হবে না। কারণ, এখানে কাউকে না কাউকে ছাড় দিতে হবে। আমাদের মূল সমস্যা হলো, আমাদের ভোটাধিকার। এই দেশের মানুষ বহুদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকারের সমস্যা দেখলে এখানে একটা সমঝোতা হতে পারে।’

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের কয়েকটি শর্ত পূরণ করা দরকার। একটি বিষয় হলো, নির্বাচনী প্রক্রিয়াটা সুষ্ঠু এবং যথাযথ হতে হবে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নাগরিক সমাজ এবং গণমাধ্যম এটি নিশ্চিত করবে। তাই তাদের নিরপেক্ষ আচরণ সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। নাগরিক সমাজ এবং গণমাধ্যম যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।’

সুজন সম্পাদক বলেন, ‘আরেকটা বিষয় হলো, আমাদের নির্বাচনের মাঠ সমতল হতে হবে। এই মাঠ যদি খাড়া হয়ে কোনো দলের পক্ষে বা বিপক্ষে হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না। ১৯৯৬ সালে আমরা যে রাজনৈতিক বন্দোবস্তে উপনীত হয়েছি, সেটি ভেঙে যাওয়ার ফলে নির্বাচনী মাঠটা অসমতল হয়ে পড়েছে। তাই শুধু দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে এসে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কীভাবে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা যায়, সেদিকে যদি আমরা নজর দেই তাহলে সমঝোতা সম্ভব।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘সকল দলের প্রতি আমাদের আহ্বান, সস্তা স্লোগান বাদ দিয়ে আপনারা মূল সমস্যার দিকে নজর দেবেন। এরপর আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন। আমাদের প্রত্যাশা, আলাপ আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে দলগুলো যেন সমঝোতায় পৌঁছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo