সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫০ এএম

মোট পঠিত: ৩১০

‘ফারাজ’ প্রচার ও প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

Babul K.
‘ফারাজ’ প্রচার ও প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
বিনোদন

ডেইলি বাংলা টাইমস:  হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে নির্মিত বলিউডের সিনেমা ‘ফারাজ’ দেশের অনলাইন প্লাটফর্মে প্রচার ও প্রদর্শন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ (বিটিআরসি) বিবাদীদের এ নির্দেশ দেওয়া হয়েছে।


হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে নির্মিত বলিউডের সিনেমা ‘ফারাজ’ দেশের অনলাইন প্লাটফর্মে প্রচার ও প্রদর্শন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ (বিটিআরসি) বিবাদীদের এ নির্দেশ দেওয়া হয়েছে।


সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে সোমবার রুলসহ এ আদেশ দেন। সিনেমাটি দেখার পর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবীরা।



ভিডিও স্ট্রিমিং ফ্লাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্ম, দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্স, টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র প্রদর্শনীতে ফারাজ নিসেমা স্থায়ীভাবে নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং এসব মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- জানতে চাওয়া হয়েছে রুলে। তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) ও পুলিশের মহাপরিদর্শকের কাছে রুলের জবাব চাওয়া হয়েছে।


সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে সোমবার রুলসহ এ আদেশ দেন। সিনেমাটি দেখার পর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবীরা।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।


২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ২২ জনের একজন অবিন্তা কবির। যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ে তার স্বদেশী সহপাঠি ফারাজ আইয়াজ হোসেন ও তাদের ভারতীয় বন্ধু তারিশি জৈনের সঙ্গে সেদিন হলি আর্টিজানের ক্যাফেতে গিয়েছিলেন তিনি। কমান্ডো অভিযানে রেস্তোরাঁটি জঙ্গিমুক্ত করার পর তাদের লাশ পাওয়া যায়।


দেশ-বিদেশে আলোড়ন তোলা সাত বছর আগের এই জঙ্গি হামলা নিয়ে ভারতীয় নির্মাতা হানসাল মেহতা বলিউডে ‘ফারাজ’ সিনেমা নির্মাণ করেন। টি সিরিজের ব্যানারে সিনেমাটি বানিয়েছেন তিনি। গত ১৬ জানুয়ারি ফারাজ সিনেমার ট্রেইলার প্রকাশের পর গত ৩ ফেব্রুয়ারি ভারতজুড়ে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সিনেমাটির নির্মাণ, প্রদর্শন বন্ধে শুরু থেকেই সরব ছিলেন অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। এ দাবি নিয়ে সংবাদ সম্মেলনও করেনি। সেখানে ফারাজ চলচ্চিত্রে তার আপিত্তির যৌক্তিকতাও তুলে ধরেন।


তাতে কাজ না হওয়ায় নেটফ্লিক্স, আমাজন প্রাইমসহ দেশের অন্যান্য অনলাইন প্লাটফর্ম, দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্স ও কোনো চলচ্চিত্র প্রদর্শনীতে ফারাজ সিনেমার প্রদর্শন বন্ধে গত ৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান তিনি। কিন্তু ওই নোটিশে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট করেন রুবা আহমেদ।


ভিডিও স্ট্রিমিং ফ্লাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্ম, দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্স, টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র প্রদর্শনীতে ফারাজ নিসেমার প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া হয় রিটে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo