সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ এএম

মোট পঠিত: ৩১৫

একতরফা নির্বাচন বন্ধের আহ্বান ইসলামী আন্দোলনের

Babul K.
একতরফা নির্বাচন বন্ধের আহ্বান ইসলামী আন্দোলনের
রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে নির্বাচন বন্ধ করার আহবান জানিয়েছেন। এ ছাড়া সংসদ ভেঙে দেওয়া এবং শিক্ষা কারিকুলাম বাতিল করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। না হলে দেশ ভয়াবহ রাজনৈতিক–অর্থনৈতিক সংকটসহ বিদেশিদের নিষেধাজ্ঞায় পড়ে ক্ষতিগ্রস্ত হলে এর দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে হুঁশিয়ারি দেন দলটির নেতারা।


রবিবার সকালে একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ, অবৈধ সংসদ ভেঙে দেওয়া এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার আগে সমাবেশে ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা এসব কথা বলেন।


সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতা–কর্মীরা একটি মিছিল নিয়ে রাষ্ট্রপতির বাসভবনের দিকে রওনা হন। মিছিলটি দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ গতি রোধ করে। এ সময় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত হলে দলের সাত সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি দেন।


ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান ও প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম।


স্মারকলিপি দেওয়ার আগে সমাবেশে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, সরকার দীর্ঘ ১৫ বছরে নির্বাচনী ব্যবস্থাসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে দেশকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিয়েছে। বিরোধী দলগুলোর দাবি পাস কাটিয়ে একতরফা নির্বাচনের নামে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। রাষ্ট্রের অভিভাবক ও মুরব্বি হিসেবে রাষ্ট্রপতিকে নির্বাচন বন্ধসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।


ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, প্রহসনের নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই দেখে সরকার জনগণকে ভোটকেন্দ্রে নিতে ভয়ভীতি প্রদর্শন করছে। সরকার নির্বাচন নির্বাচন খেলা করে দেশের সম্পদ নষ্ট করছে। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করছে।


সমাবেশে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম প্রমুখ বক্তব্য দেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo