সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম

মোট পঠিত: ৯০

দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল ফিলিপাইন

Babul K.
দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল ফিলিপাইন
আন্তর্জাতিক

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক জালিয়াতি ও অর্থ লোপাটের অভিযোগকে কেন্দ্র করে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতি-বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) লুনেটা পার্কসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে দুর্নীতিবাজ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভে অংশ নেন।


প্রতিবাদকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, নানা ব্যানার ও ফেস্টুন। ‘‘আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও’’— এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছাত্র আন্দোলনকর্মী আলথিয়া ট্রিনিদাদ বলেন, “আমরা দারিদ্র্যের মধ্যে ডুবে আছি, অথচ আমাদের করের টাকা দিয়ে তারা বিলাসবহুল গাড়ি কিনছে, বিদেশ ভ্রমণ করছে। আমরা এই অন্যায় ব্যবস্থার অবসান চাই।”


ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কেবল লুনেটা পার্কেই প্রায় ১৩ হাজার মানুষ সমবেত হয়েছিলেন। এর বাইরে শহরের বিভিন্ন এলাকা থেকেও মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থায় মোতায়েন করা হয়।


চলতি বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের বার্ষিক ভাষণে ‘ভূতুড়ে অবকাঠামো প্রকল্প’ সংক্রান্ত দুর্নীতির বিষয়টি আলোচনায় আসে। পরে তিনি দেশের ৯ হাজার ৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন করেন। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৫৪৫ বিলিয়ন পেসো, যা প্রায় ৯.৫ বিলিয়ন মার্কিন ডলারের সমান।


এদিকে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ধনকুবের দম্পতি সারা ও প্যাসিফিকো ডিসকায়ারের মালিকানাধীন কোম্পানিগুলো বিপুলসংখ্যক বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তি পায়। পরে তাদের বিলাসবহুল গাড়ি ও বিদেশ ভ্রমণের ছবি প্রকাশ্যে আসলে জনরোষ আরও বেড়ে যায়।


ন্যাশনাল পিপলস অ্যালায়েন্সের চেয়ারম্যান টেডি ক্যাসিনো ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর বন্যায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অথচ সমাধানের জন্য বরাদ্দ কোটি কোটি ডলার লুটে নিয়েছে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ঠিকাদাররা। এদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।”


অন্যদিকে প্রেসিডেন্ট মারকোস বিক্ষোভকারীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া নাগরিকদের জন্য ফিলিপাইন ভ্রমণে সতর্কতা জারি করেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo