ঈদের ছুটিতে রাজধানী ঢাকার সব রাস্তাই এখন ফাঁকা। নেই চিরচেনা যানজটের চিত্র। চাপ নেই অতিরিক্ত গাড়ির। নগরবাসীর আনাগোনাও নেই তেমন। সড়কগুলোতে এখন রিকসা, অটোরিকসা আর বাইকারদের দাপট। তবে যাত্রী কম। ঢাকা যেন এখনো এক অচেনা নগরী। ঈদের পঞ্চম দিনেও সে নগরীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মোড়ে মোড়ে অলিতে-গলিতে নেই জটলা বাধা রিকসা। বাস চলছে যৎসামান্য। প্রাইভেটকার-সিএনজির সংখ্যাও অনেক কম।
বুধবার (১১ জুন) রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, গুলিস্তান, পল্টন, কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার শান্তি নগরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে। রাজধানীর প্রায় সব সড়কই ফাঁকা হওয়ায় যেকোনো বাহনে উঠে অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন নগরবাসী। এতে সন্তুষ্ট তারা। এদিকে কর্মের তাগিতে মঙ্গলবার থেকেই ঢাকায় আসা শুরু করেছেন বিভিন্ন জেলার মানুষ। সহজে ফিরতে পারায় তারাও খুশি।
কথা হয় সিরাজগঞ্জ থেকে আসা শফিউল আলম সজিবের সঙ্গে। তিনি বলেন, ‘খুব আরামে ঢাকায় এলাম। এলাকা থেকে সকাল সাড়ে ৫টার গাড়িতে রওনা দিয়ে ঢাকায় পৌঁছালাম ৭টা ৫৫ মিনিটে। রাস্তায় কোনো জ্যাম নেই।’
এদিকে ফিরতি যাত্রায় বাসে নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়া। এ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করছেন ঢাকায় আগতরা। অথচ ঈদের আগে দ্বিগুণ ভাড়া দিয়েও বাসে দাঁড়িয়ে অনেক কষ্টে গ্রামের বাড়ি যেতে হয়েছে কর্মজীবী বহু মানুষকে।
মতামত দিন
০ টি মন্তব্য