সর্বশেষ:
News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ এপ্রিল ২০২৩, ০৭:৪০ পিএম

মোট পঠিত: ৪৫৩

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল

Babul K.
দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমকে ব্যবহার করে এই সরকার দেশ ভালো আছে বলে প্রচারের চেষ্টা করছে, কিন্তু দেশে নীরব দুর্ভিক্ষ চলছে।  


শনিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।



সেখানে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তি দোয়া করা হয়।


মির্জা ফখরুল বলেন, জনগণকে ভুল বোঝানোর মধ্য দিয়ে এই সরকার বোঝাতে চায়, দেশের পরিস্থিতি ভালো আছে। কিন্তু দেশের জনগণ দুঃসময় পার করছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে টিকে আছে।  


দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণের উপায় সরকারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে দেশের পরিস্থিতি ভালো হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সংসদ গঠন করতে হবে। তাহলেই জনগণের মুক্তি মিলবে।


মির্জা ফখরুল বলেন, আজ আমরা ঈদের নামাজ আদায় করেছি। দেশের ধর্ম প্রিয় মুসলমানরাও আজ ঈদের নামাজ পড়েছেন, তারা পরস্পরের সঙ্গে মোলাকাত করেই ঈদ মোবারক এর শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এবারের ঈদ ছিল আমাদের জন্য বেদনাদায়ক ও কষ্টকর। কারণ দলীয়ভাবে আমাদের অনেক নেতাকর্মী কারাগারে আছেন তারা তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ শরিক হতে পারেনি।  


তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির (চাল, ডাল, তেল, লবণ) কারণে অনেকে ঈদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারেননি। এমনকি এবার ঈদের বাজারও ছিল ঊর্ধ্বমুখী। মানুষের ক্রয়ক্ষমতা একেবারেই কমে গেছে। আজ সত্যিকার অর্থেই দেশের মানুষের প্রস্তুতি ভালো নেই। নীরব দুর্ভিক্ষ চলছে। অর্থনৈতিকভাবে দেশের জনগণ খুব খারাপ অবস্থায় রয়েছে। আগামীতে এ দেশের অর্থনীতি আরও ভয়াবহ পরিস্থিতিতে যাবে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন।  


তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ সবসময়ই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে এনেছে। এবারও জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তাদের অধিকার ফিরিয়ে আনবে।  


ফখরুল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। সেই সঙ্গে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম করেছেন। এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি গৃহবন্দি হয়ে আছেন। তার রোগমুক্তি ও কারামুক্তির জন্য আমরা দোয়া করেছি। মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের যারা আজ হয়রানির শিকার হচ্ছেন, কারাগারে আছেন, বিশেষ করে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ যারা কারাগারে বন্দি আছেন,  তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি।


তিনি বলেন, আমরা দোয়া করেছি বাংলাদেশ যেন গণতন্ত্র ফিরে পায়। আমাদের নেতা-কর্মীরা যাতে সাহস নিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে অংশ নিতে করতে পারে, জনমানুষ উজ্জীবিত হয়ে যেন এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারে, সেজন্য আমরা দোয়া চেয়েছি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo