সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ এএম

মোট পঠিত: ১০০

দেশে ডেঙ্গু আক্রান্ত ৬৮৫ জন হাসপাতালে ভর্তি, মৃতের সংখ্যা বেড়ে ১৫০

Babul K.
দেশে ডেঙ্গু আক্রান্ত ৬৮৫ জন হাসপাতালে ভর্তি, মৃতের সংখ্যা বেড়ে ১৫০
স্বাস্থ্য

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একদিনে নতুনভাবে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের এক দিনের রেকর্ড। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এতে ২০২৫ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০-এ।


মৃতদের মধ্যে দুজন ঢাকার ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স যথাক্রমে ১৪, ৩৬ ও ৩৮ বছর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গু রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ঝুঁকি বেশি থাকে।


শুধু রোববার নয়, চলতি বছরও ডেঙ্গুর প্রকোপ তীব্র। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর সবচেয়ে বেশি। এছাড়া জানুয়ারি থেকে সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৩৭ হাজার ৮৯১ জন।


রোববার ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ২৪৪ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ১২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে চার জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭০২ জন এবং ঢাকার বাইরে ১০১৩ জন।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বৃষ্টির সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মশা প্রতিরোধক ওষুধ ব্যবহার ও পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক প্রচারণা চালাতে হবে এবং সবাইকে নিজ নিজ এলাকায় নিরাপদ ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।


স্বাস্থ্য অধিদপ্তরের ইতিহাস অনুযায়ী, ২০০০ সাল থেকে ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হয়। এর মধ্যে ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo