সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৭ পিএম

মোট পঠিত: ৩২৮

দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াল ইংল্যান্ড

Babul K.
দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াল ইংল্যান্ড
খেলা

ডেইলি বাংলা টাইমস: আগের দুই ওয়ানডে ম্যাচে পরাজয়ে সিরিজ আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল সফরকারী ইংল্যান্ডের। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জার সামনে পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৫৯ রানের জয় তুলে নিয়েছে ইংলিশরা। ফলে প্রোটিয়াদের বিপক্ষে সান্ত্বনার জয় নিয়ে সফর শেষ করল জস বাটলারের দল।


বুধবার (১ ফেব্রুয়ারি) কিম্বারলিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার ডেভিড মালান এবং অধিনায়ক বাটলারের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।



তবে সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল স্বাগতিকরা। কিন্তু ওপেনার রিজা হেনড্রিকসের ৫২ ও হেনরিক ক্লাসেনের ৮০ রানের ইনিংসের পরও জোফরা আর্চারের ক্যারিয়ার সেরা ৬-৪০ বোলিং ফিগারে শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। তবে আগের দুই ম্যাচ জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ প্রোটিয়াদেরই।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে চতুর্থ উইকেটে মালান-বাটলারের ২১১ বলে ২৩২ রানের অবিশ্বাস্য জুটিতে ৭ উইকেটে ৩৪৬ রানের পাহাড় গড়েছিল ইংলিশরা।


মালান-বাটলার দুজনই সেঞ্চুরি তুলে নেন। যেখানে ১১৪ বলে ৭ চার আর ৬ ছক্কায় ১১৮ রানের ইনিংস উপহার দেন মালান। আর ৬টি বাউন্ডারি ও ৭ ছক্কায় ১২৭ বলে ১৩১ রানের দারুণ ইনিংস খেলেন বাটলার। এ ছাড়া মঈন আলি ২৩ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি ৬২ রানে ৪টি উইকেট শিকার করেন।


বেশ কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা ২৭ বলে করেন ৩৫ রান। এদিন রসি ভ্যান ডার ডুসেন মাত্র ৫ করেন। রিজা হেনড্রিকস ৬৫ বলে খেলেন ৫২ রানের ইনিংস। নম্বর ফোর এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৯। তবে দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় টিকে ছিল মূলত হেনরিক ক্লাসেনের ব্যাটে।


৬২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৮০-তে পৌঁছে যাওয়া ক্লাসেনকে ফিরিয়ে ম্যাচ হাতে নিয়ে আসেন আগুন ঝরানো জোফরা আর্চার। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।


ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নিয়ে আর্চার ৪০ রানে একাই নেন ৬ উইকেট। ওয়ানডেতে ইংলিশ কোনো বোলারের এটি তৃতীয় সেরা বোলিং ফিগার।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo