বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত আলী চেয়ারম্যানকে ইতিপূর্বে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। লিয়াকত আলী চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক সদস্য হিসেবে তিনি সাংগঠনিক কার্যক্রমসহ দলীয় সকল কর্মসূচিতে এখন থেকে অংশগ্রহণ করতে পারবেন।
মতামত দিন
০ টি মন্তব্য