সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম

মোট পঠিত: ১০৭

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির অভিযোগ, কঠোর নজরদারির নির্দেশ

Babul K.
চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির অভিযোগ, কঠোর নজরদারির নির্দেশ
জাতীয়

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ধরনের যেকোনো কার্যক্রম দেখামাত্র ব্যবস্থা নিতে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকার রেলভবনে চন্দ্রনাথধাম (কাঞ্চননাথ–চন্দ্রনাথ–আদিনাথ) শ্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

শ্রাইন কমিটির নেতারা বৈঠকে জানান, গত পাঁচ বছর ধরে পাহাড় ঘিরে নানা উসকানিমূলক কর্মকাণ্ড চলছে। এতে ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার চেষ্টা হচ্ছে। এর আগে ১৫ আগস্ট ঢাকার ব্যবসায়ী এম এম সাইফুল ইসলাম চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের পর ফেসবুকে একটি পোস্টে মসজিদ নির্মাণের ইঙ্গিত দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন তদন্ত করে জানায়, সেখানে কোনো মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি এবং এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

বৈঠক থেকেই উপদেষ্টারা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের চন্দ্রনাথ পাহাড়ে বিশেষ নজরদারির নির্দেশ দেন। রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কোনো ধরনের উসকানির চিহ্ন দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, “অন্য ধর্মের স্থাপনায় হামলা কোনোভাবেই ধর্মীয় কাজ নয়, বরং অপরাধ। ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি–দাওয়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকারের কাছে পাঠানোর আহ্বান জানান।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে অন্তর্বর্তী সরকার সবার জন্য বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করছে।”

বৈঠকে শ্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য পাহাড়ে মন্দিরগামী সিঁড়ির বেহাল দশার কথা তুলে ধরেন। দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। এ সময় উপদেষ্টা ফাওজুল কবির খান তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo