সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ মার্চ ২০২৩, ০৬:২৪ এএম

মোট পঠিত: ৩৩৬

চীনকে ঠেকাতে একাট্টা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া

Babul K.
চীনকে ঠেকাতে একাট্টা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য চীনের ‘সামরিক অগ্রগতি’ ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো নৌ-ঘাঁটিতে মিলিত হন এ তিন দেশের রাষ্ট্রপ্রধান। সেসময় তারা অকাস জোটের নতুন পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।




কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, অকাসের নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তিসম্পন্ন তিনটি সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া।




প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুটি ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন নিতে পারবে অস্ট্রেলিয়া। এগুলোর প্রথম চালান আগামী ১০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে হস্তান্তর করা হবে।




অন্যদিকে, অস্ট্রেলিয়াকে এসএসএন-অকাস মডেলের সাবমেরিন দেবে যুক্তরাজ্য। এ সাবমেরিনগুলো যুক্তরাজ্যের নকশা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি হবে।




ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দাবি, এসব পরিকল্পনা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা রাখবে। তাছাড়া, এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন তিনি।




অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সর্ববৃহৎ একক বিনিয়োগ হলো, অকাস চুক্তি। প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক কার্যকলাপ প্রতিহত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ চুক্তি।




আলবানিজ আরও বলেন, এ সংক্রান্ত সব কর্মসূচি বাস্তবায়নে আগামী চার বছরে ৬ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। বিশাল এ কর্মযজ্ঞ অসংখ্য মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেবে।




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চেয়ে ‘ভালো কোনো অংশীদার’ হতে পারে না। এ চুক্তি চীনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে ব্যাপক সাহায্য করবে।




২০২১ সালে তিন দেশ অকাস চুক্তির ঘোষণা দেয়। এ চুক্তির আওতায় নিজেদের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সরঞ্জাম সংক্রান্ত সহযোগিতা সরবরাহের কথা রয়েছে।




তবে শুরু থেকেই এ চুক্তির তীব্র নিন্দা জানিয়ে আসছে চীন। দেশটির দাবি, অকাস চুক্তির মাধ্যমে নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) বা পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির দুর্বলতাকে কাজে লাগানো হচ্ছে।




এনপিটি চুক্তি অনুসারে, পারমাণবিক শক্তিধর কোনো দেশ এ সংক্রান্ত কোনো প্রযুক্তি বা উপাদান পারমানবিক শক্তিধর নয় এমন কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারবে না। কিন্তু ১৯৬৮ সালে সই হওয়া এ চুক্তির ১৪ নম্বর অনুচ্ছেদে একটি দুর্বলতা রয়ে গেছে।




এ অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের কোনো তত্ত্বাবধায়ক সংস্থার অধীনে পরমানু শক্তিসম্পন্ন ও পরমাণু শক্তিধর নয় এমন দেশের মধ্যে প্রযুক্তি আদান-প্রদান বা সরবরাহ করা যাবে। চীনের দাবি, এ সুযোগটিকেই কাজে লাগাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র।




অকাস চুক্তির বিরোধিতা করে চীন বলে, এটি এনপিটির সুস্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার (১৪ মার্চ) জাতিসংঘে নিযুক্ত চীনা মিশন বলে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সুস্পষ্টভাবে এনপিটি চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য লঙ্ঘন করছে। তাদের এমন কার্যকলাপ আন্তর্জাতিক ক্ষেত্রে এনপিটি চুক্তিতে দুর্বল করে তুলবে।






চীনা মিশন আরও বলে, অকাস প্রকাশিত পারমাণবিক সাবমেরিন সহযোগিতা পরিকল্পনা জঘন্য একটি কাজ। এটি পারমাণবিক অস্ত্র অস্ত্র প্রতিযোগিতা উসকে দেবে ও সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করবে।




তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার দাবি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রত্যক্ষ তত্ত্বাবধানেই পারমাণবিক উপাদান ও প্রযুক্তিগুলো হস্তান্তর করা হবে। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার দাবি, অকাস চুক্তির প্রথম দিন থেকেই তারা এনপিটিকে অগ্রাধিকার দিয়েছে।




আইএইএ প্রধান রাফায়েল গ্রসি অকাস চুক্তিতে তাদের তত্ত্বাবধানের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার বিশ্বাস, অকাস অংশীদাররা এনপিটির শর্তগুলো পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo