সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ অক্টোবর ২০২৩, ০৭:২৯ এএম

মোট পঠিত: ৩৪৮

বুধবার কিশোরগঞ্জে আধাবেলা সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল

Babul K.
বুধবার কিশোরগঞ্জে আধাবেলা সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল
রাজনীতি

বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) কুলিয়াচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই নেতা নিহত হয়েছে দাবি করে বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। এদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে দলটি।

মঙ্গলবার সন্ধ্যার পর জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়, বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষকদল নেতা বিল্লাল মিয়া নিহত ও দুই শতাধিক নেতাকর্মী আহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।

হরতাল সফল করার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের সবস্তরের নেতাকর্মীদের আহ্বান এবং জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

পুলিশ হেফাজতে কর্মী নিহতের অভিযোগ যুবদলের, বুধবার সিলেটে হরতাল:  পুলিশ হেফাজতে এক কর্মীর নিহতের ঘটনার অভিযোগ তুলে এর প্রতিবাদে আগামীকাল বুধবার (১ নভেম্বর) সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যুবদল এই হরতালের ঘোষণা দিয়েছে। এ সময় তারা হরতালের সমর্থনে জিন্দাবাজার এলাকায় মিছিলও করেছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুলিশের হেফাজতে যুবদলের কর্মী জিল্লুর রহমান নিহতের জেরে যুবদল বুধবার সিলেটে হরতাল ডেকেছে। আমরা এতে নৈতিক সমর্থন জানিয়েছি। এর পাশাপাশি বিএনপির টানা তিন দিনের চলমান অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

এর আগে মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আহত যুবদল কর্মী জিল্লুর রহমান (৪০) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপি ও যুবদল নেতাদের দাবি, আহত হওয়ার পর জিল্লুরকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়েছে।

নিহত জিল্লুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরী এলাকার এলাই মিয়ার ছেলে। গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

যুবদল ও বিএনপি নেতারা জানান, বিএনপির অবরোধ কর্মসূচি সফল করতে ১০টি মোটরসাইকেলের বহর নিয়ে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবস্থান নেন জিল্লুর। পুলিশ তাদের ধাওয়া দিলে জিল্লুর মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় জিল্লুরের সঙ্গে থাকা সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন গুরুতর আহত হন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, পুলিশের গাড়ি ধাওয়া দিলে জিল্লুরসহ দুজন গুরুতর আহত হন। জিল্লুরকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর তার মৃত্যুর খবর এসেছে। জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি।

তবে জিল্লুরকে আটকের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সকালে জিল্লুরসহ কয়েকজন লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন। পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় জিল্লুর মোটরসাইকেল একটি গাছে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর মারা যান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo