সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ এএম

মোট পঠিত: ৩১৫

বৃষ্টিতে ভেসে গেল ভারত পাকিস্তান ম্যাচ

Babul K.
বৃষ্টিতে ভেসে গেল ভারত পাকিস্তান ম্যাচ
খেলা

বৃষ্টির কবলে পরে পরিত্যক্ত হয়েছে এশিয়া কাপে পাকিস্তান-ভারত ম্যাচ। গতকাল শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে স্কোর বোর্ডে ২৬৬ রান জমা করে ভারত। তবে  বেরসিক বৃষ্টি  পাকিস্তানকে আর ব্যাটিংয়ে নামতে দেয়নি। ভারতের ইনিংসে দুইবারে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও পাকিস্তান ব্যাটিংয়ের নামার আগে তৃতীয়বারের মতো শুরু হয় মুষলধারে। তাতে বল মাঠ গড়ানোর সম্ভাবনা কমে যায়। ম্যাচের শেষ সময় হিসেবে স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন ম্যাচ রেফারি। এই সময়ের মধ্যে খেলা হলে ২০ ওভারের ম্যাচ হতো। কিন্তু বৃষ্টি না থামায় শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় দুই দলকে। এর ফলে নেপালকে হারিয়ে এশিয়া কাপ শুরু করা পাকিস্তান ‘এ’ গ্রুপ থেকে তিন পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করলো। আগামীকাল নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত।

ওই ম্যাচে যারা জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করবে। 

এর আগে শুরুর বিপর্যয় সামলে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে লড়াকু সংগ্রহ পায় ভারত। ব্যাটিং বিপর্যয়ের পরও ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে ভর করে সব কয়টি উইকেট হারিয়ে ২৬৬ রান তুলে রোহিত শর্মার দল। এদিন ভারতের ব্যাটিংয়ে নামার চার ওভার শেষ হতেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার পরপরই ভারতের জন্য দুঃস্বপ্ন হয়ে আসেন শাহীন আফ্রিদি। ১১ রানে রোহিতকে বিদায় করার পর বিরাট কোহলির (৪) লেগ স্টাম্পও উপড়ে ফেলেন এ পেসার। এরপর শুভমান গিলের সঙ্গে জুটি বাধেন শ্রেয়াস আইয়ার। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ৯ বলে ১৪ রান করে হারিস রউফের বলে ধরা পড়েন আইয়ার। শুরুতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। আইয়ারের বিদায়ে গিলের সঙ্গে জুটি বাধেন ইশান কিশান। দুজন মিলে দলকে ধীরেসুস্থে এগিয়ে নিতে থাকেন। হাত খুলতে গিয়ে হারিস রউফের বলে বিদায় নেন ৩২ বলে ১০ রান করা গিল। গিলের বিদায়ে ঈশানের সঙ্গে  জুটি বাধেন হার্দিক পান্ডিয়া। দুজন মিলে রানের চাকা সচল রেখে এগিয়ে নেন ভারতের ইনিংস। স্ট্রাইক রেট ঠিক রেখে দারুণ ব্যাটিংয়ে দলীয় রান ১০০ পার করেন তারা। এর মধ্যেই ফিফটি তুলে নেন ইশান। ৫৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে ৭ম ফিফটি তুলে নেন এই তরুণ। ইশানের ফিফটির পর ফিফটি তুলে নেন হার্দিকও। ৬২ বলে ৩ চারের মারে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটির দেখা পান এই অলরাউন্ডার। ৬৬ রানে ভারতের চার উইকেট পতনের পর রক্ষণাত্মক অধিনায়কত্ব করেন বাবর আজম। পেসাররা সফল হলেও দুই প্রান্ত থেকে স্পিনারদের আক্রমনে এনে আবারো সমালোচিত হন। টানা ২১ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করান বাবর। এই সময়ে ওভার প্রতি ছয়ের বেশি রান তোলেন ভারতের দুই ব্যাটার। ম্যাচের ৩৭তম ওভারে আবারও পেসারদের আক্রমনে এনেই সফল হন পাকিস্তান অধিনায়ক। হার্দিকের ফিফটির পর আক্রমণাত্মক হতে গিয়ে ৮২ রানে রউফের বলে বিদায় নেন কিশান। এর আগে প ম উইকেটে ম্যাচ বাঁচানো ১৪১ বলে ১৩৮ রানের জুটি গড়েন দুজন। ইশানের বিদায়ের পর জাদেজাকে নিয়ে আগাতে থাকেন হার্দিক। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সে ুরির দিকে। কিন্তু তাকেও ৮৭ রানে থামিয়ে দেন  শাহীন। একই ওভারের শেষ বলে ফাঁদে পা দিয়ে রিজওয়ানের হাতে ধরা দেন জাদেজাও (১৪)। শেষের দিকে বুমরাহর ১৬ রানে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় ভারত। পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৩৫ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন শাহিন আফ্রিদি। ৩টি করে উইকেট দখল করেন পাকিস্তানের অপর দুই পেসার নাসিম শাহ ও হারিস রউফ।

এর আগে বারব আজম ও ইফতেখার আহমেদের সে ুরিতে নেপালকে ২৩৮ রানে হারিয়ে হাইব্রিড মডেলের এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ নিজে দেশে খেললেও ভারতের আপত্তির কারণে এই ম্যাচ খেলতে আসে শ্রীলঙ্কায়। সুপার ফোর নিশ্চিত হওয়ায় অন্তত দুটি ম্যাচ নিজ দেশে খেলবে তারা। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo