সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

মোট পঠিত: ২৪৯

বোলারদের নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় টাইগারদের

Babul K.
বোলারদের নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় টাইগারদের
খেলা
১২৯ রানের স্বল্প পুঁজি নিয়েও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে ক্যারিবীয়দের হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মিরাজ-তাসকিনরা।
বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০২ রান গুটিয়ে যায়।


বাংলাদেশের ব্যাটিংয়ের সময়েই বোঝা যাচ্ছিল উইকেট ব্যাট করার জন্য বেশ কঠিন। স্বল্প পুঁজি নিয়েই বাংলাদেশি বোলাররা জ্বলে ওঠেন। তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮ রান করা ব্রেন্ডন কিংকে ফেরান তিনি। ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারকেও লিটনের ক্যাচে পরিণত করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৯।


পরের ওভারে জ্বলে ওঠেন স্পিনার মেহেদী হাসানও। আগের ম্যচে বাংলাদেশের জয়ের নায়ক এই অফ স্পিনার ১৪ রান করা জনসন চার্লসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। ষষ্ঠ ওভারে নিকোলাস পুরানকেও (৮) শিকারে পরিণত করেন এই টাইগার স্পিনার।


রোভম্যান পাওয়েলকে (৬) হাসান মাহমুদ,  রোমারিও শেফার্ডকে (০) তানজিম সাকিব ফিরিয়ে দিলে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা।


কিন্তু সপ্তম উইকেটে রোস্ট চেজ এবং আকিল হোসেনের জুটিতে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছিল। ৪৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। আর তখনই ত্রাতা হয়ে হাজির হন রিশাদ হোসেন। ৩৪ বলে ৩২ রান করা রস্টন চেজকে বোল্ড করে জুটি ভাঙেন রিশাদ। পরের বলে গুদাকেশ মোতিকেও আউট করেন এই লেগ স্পিনার।


পরের ওভারে আলজারি জোসেফকে (০) ফেরান তানজিম সাকিব। শেষ পর্যন্ত একাই লড়েন আকিল হোসেন। তার ৩১ বলে ৩১ রানের ইনিংসে শুধু হারের ব্যবধানই কমেছে। তাকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন তাসকিন আহমেদ। 


বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান, তানজিম সাকিব ও রিশাদ আহমেদ। বাকি উইকেটটি যায় হাসান মাহমুদের দখলে।


এর আগে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেন শামিম হোসেন পাটোয়ারী। ৮ নম্বরে নেমে ১৭ বলে ২টি করে চার ও ছয়ে ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২৬ এবং জাকের আলী ২০ বলে ২১ রানের ইনিংস খেলে অবদান রাখেন।


ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুদাকেশ মোতি ২টি উইকেট শিকার করেন। এছাড়া আকিল হোসেন, রোস্টন চেজ, আলজারি জোসেফ এবং ওবেদ ম্যাকয় একটি করে উইকেট শিকার করেন।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo