সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ অক্টোবর ২০২৩, ০২:১৭ এএম

মোট পঠিত: ৩০৮

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিলো শ্রীলঙ্কা

Babul K.
বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দিলো শ্রীলঙ্কা
খেলা

বিশ্বচ্যাম্পিয়ন বিপক্ষে কাজটা আগেই সেরে রেখেছিল শ্রীলঙ্কার বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানদের বোলিং তোপে অল্পতেই গুঁটিয়ে যায় ইংল্যান্ড। এরপর রান তাড়ায় দ্রুতই ২ উইকেট হারালেও আর বিপর্যয় হতে দেননি পাথুম নিশাঙ্কা ও সাদেরা সামারাবিক্রমা। এই দুই ব্যাটারের অপরাজিত ফিফটিতে ইংরেজদের উড়িয়ে দিয়ে চলমান বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিলো কুশল মেন্ডিসের দল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এই জয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল তারা। আর চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে নেমে এল জস বাটলারের দল।

১৫৭ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার কুশল পেরেরা। তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক কুশল মেন্ডিসও। এই ইনফর্ম ব্যাটার সাজঘরে ফিরেছেন ১১ রান করে। ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল শ্রীলঙ্কা।

তবে তৃতীয় উইকেট জুটিতে সাদিরা সামারাবিক্রমা ও পাথুম নিশাঙ্কার ব্যাটে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। এই দুইজনই হাফ সেঞ্চুরি তোলে নিয়েছেন। শেষ পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। নিশাঙ্কা অপরাজিত থেকেছেন ৭৭ রান করে। আর সামারাবিক্রমা ৬৫ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে প্রথম ৬ ওভারেই ৪৫ রান তুলে নেয় ইংল্যান্ড। তবে এরপরই মোড়ক লাগে ইংলিশ ব্যাটিং লাইনআপে।

দীর্ঘদিন পর দলে ফেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ডেভিড মালানকে ২৮ রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত দেন।

দলীয় ৫৭ রানে জো রুট রান আউটের ফাঁদে পড়েন। এরপর দলীয় ৬৮ রানে বেয়ারেস্টোকে ধনঞ্জয়া ডি. সিলভার ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান রাজিথা। দলীয় ৭৭ রানে লাহিরু কুমারার শিকারে পরিণত হন অধিনায়ক বাটলার। দলীয় ৮৫ রানে লিয়াম লিভিংস্টোনকে এলবির ফাঁদে ফেলে দ্বিতীয় শিকার করেন লাহিরু।

এরপর মঈন আলীকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে বেন স্টোকস ৩৭ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ১২২ রানে মঈন আলীকে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ক্রিস ওকস। দলীয় ১৩৭ রানে দলের পক্ষে সর্বোচ্চ রান করা স্টোকস বিদায় নেন লাহিরু কুমারার তৃতীয় শিকার হয়ে।

স্টোকসের বিদায়ের ১০ রান পর রানআউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন আদিল রশিদ। শেষ উইকেট হিসেবে থিকসানার শিকারে পরিণত হন মার্ক উড। এতে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নরা।

বোলিংয়ে শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা একাই ৩টি উইকেট শিকার করেন। কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রত্যেকে পান ২টি করে উইকেট। আর মাহেশ থিকসানা একটি উইকেট লাভ করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo