সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ মে ২০২৫, ১০:৪৩ পিএম

মোট পঠিত: ২২৭

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Babul K.
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সারা দেশ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউনুস আলী এবং সঞ্চালনা করেন তেজগাঁও শিল্পাঞ্চল কৃষক দলের সভাপতি সেলিম মিঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. #খোন্দকারআকবরহোসেন_বাবলু।

ড. খোন্দকার আকবর হোসেন বলেন, “দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, জবাবদিহিমূলক একটি সংসদ ও সরকার গঠন। আজ দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে সুকৌশলে নানা ইস্যু তৈরি করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে।”

বিএনপির আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বাংলাদেশ এবং এ দেশের জনগণ। বিএনপি জনগণের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করে। দলটি সন্ত্রাস, চাঁদাবাজি বা দুর্নীতিকে কখনোই সমর্থন করে না। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই প্রকৃত রাজনীতি।”

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে তিনি বলেন, “দেশে ফেরার পর তিনি সর্বস্তরের মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সংবর্ধনা পেয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন—এই প্রার্থনাই আজকের দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিটি স্তরে শৃঙ্খলা ও দৃঢ়তা বজায় রেখে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। এই দফাগুলো কেবল রাজনৈতিক ইশতেহার নয়—একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা।”
বাবলু আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিতে ১৯ দফা কর্মসূচি দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দূরদর্শী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এখন ৩১ দফা কর্মসুচি ঘোষণা করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এখন সেসব নির্যাতিত ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ণের দাবী জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মাস্টার, মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি ডা. এনামুল, দৌলতপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লা, চরকাটারী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল হোসেন, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মান্নান মিয়া, বাঁচামারা ইউনিয়নের নেতা মাওলানা রফিকুল ইসলাম, খলসী ইউনিয়ন বিএনপির নেতা লুলু মুনসী, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, জিয়নপুর ইউনিয়ন বিএনপির নেতা হিমু খান মেম্বার, দৌলতপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মিন্টু মিয়া মেম্বার, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার মোল্লা, কলিয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাদের ও অ্যাডভোকেট লুৎফর, খলসী ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুর রহমান, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোনা মিয়া এবং চকমিরপুর ইউনিয়নের বিএনপি নেতা বদিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo