সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ জুন ২০২৪, ০৬:১৫ এএম

মোট পঠিত: ২৬৬

বাজেটে সংকট সমাধানের নির্দেশনা নেই: সিপিডি

Babul K.
বাজেটে সংকট সমাধানের নির্দেশনা নেই: সিপিডি
অর্থনীতি

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে উদ্ভাবনীমূলক ও সৃজনশীল পদক্ষেপ দেখা যায়নি। অর্থনীতিতে যে সংকট দেখা দিয়েছে তা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো দিক-নির্দেশনাও নেই এই বাজেটে। সবমিলিয়ে প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বাজেট হিসাবেই দেখছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়টিকে অনৈতিক ও দুঃখজনক বলছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সিপিডি কার্যালয়ে আয়োজিত এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন।

ফাহামিদ খাতুন বলেন, ‘অপ্রর্দশিত কিংবা কালো টাকা ১৫ শতাংশ কর দিয়েই যে সাদা করা যাবে, এই প্রস্তাবনাটি রাখা অত্যন্ত দুঃখজনক। এটি নৈতিক ও অর্থনৈতিক কোনভাবেই সমর্থনযোগ্য না। সামজিক ন্যায়ের দিক থেকেও এটি অসামঞ্জস্যপূর্ণ।’

তিনি বলেন, ‘মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়া, সিম কার্ডে কর বাড়ানো, বিভিন্ন বিনোদন স্পটে প্রবেশে কর- এগুলো মানুষের উপর করের বোঝা বাড়াবে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে।’

আইএমএফ’র যে লক্ষ্য দিয়েছে বাজেটে তা পূরণের চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে এই যে লক্ষ্যমাত্রাগুলো ধরা হয়েছে, মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ। যেটা গত ২৪ মাস ধরে ৯ শতাংশের উপরে বা ১০ শতাংশ ছুঁইছুঁই করছে। আমরা একবছরে সেটি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনবো, সেটি খুবই চ্যালেঞ্জিং বিষয়। লক্ষ্যমাত্রাগুলোর সঙ্গে বাস্তবতারা ছোঁয়া নেই।’


ফাহমিদা খাতুন বলেন, ‘চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটি দেওয়া হলো, আমাদের আশা ছিলো, এই বাজেটটি অনেকটা উদ্ভাবনীমূলক বাজেট হবে। এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। এই যে চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোন ধরণের সমস্যার সমাধান দিতে পারে না। প্রস্তাবিত এই বাজেটকে আমাদের মনে হয়েছে এটি অতীতের আরেকটি বাজেটের মতোই।’


এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকারের অনুমতি নিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের সারসংক্ষেপ পাঠ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শিরোনামের বাজেট বক্তৃতার বাকি অংশ পঠিত বলে গণ্য হবে।



প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। দেশের ৫৪তম এই বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। মূল্যস্ফীতির গড় হার ৬ দশমিক ৫ শতাংশে সীমিত রাখার লক্ষ্য নিয়েছে সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo