সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জুন ২০২৩, ০৪:২৫ পিএম

মোট পঠিত: ৩৯০

বাবা তোমাকে ভালোবাসি

Babul K.
বাবা তোমাকে ভালোবাসি
ফিচার



জীবনে চলার পথে সৃষ্টি হয় গল্পের। গল্পগুলো ঘিরে থাকে হৃদয় নিঙ্গড়ানো স্মৃতি। স্মৃতিজুড়ে থাকে নায়ক বা খলনায়ক। আমার জীবনের গল্পের সেরা সুপার নায়ক বাবা। তাইতো সেই ছোটবেলা থেকেই সকল নায়ক কিংবা হিরো, সুপার হিরোকে পাশ কাটিয়ে হতে চেয়েছি তোমার মতো।


বাবা তুমি নেই আজ। জড়তা ভেঙে বলাও হয়নি ঠিক কতটা ভালোবাসতাম তোমায়, বলা হয়নি ভালোবাসি বাবা তোমাকে।



পৃথিবীর বুকে বাবা তুমি ছিলে সেরাদের সেরা। হলফ করে বলতে পারি। তুমি দূরে থেকেও কাছে। বাবা, কতদিন ডাক না। জানো বাবা, তোমার ছেলে আজ নিজেকে বুঝতে শিখেছে।


রোদ কিংবা বৃষ্টিতে বটবৃক্ষের মতো শীতল ছায়া দিতে তুমি। শূন্যতা আজ জানান দেয়, কি ছিলে তুমি। ভয়ে চলা জীবনের ক্ষণে থমকে যাই। তবুও থামিনা। অদৃশ্য তোমার ছায়া উদ্যেমী করে তোলে। বাবা তুমি আছ নিরবে। পুরো অন্তরজুড়ে।


স্বপ্নের সমান বড় হওয়া শিক্ষেছি তোমার কাছে। তুমি ছিলে স্বচ্ছ আয়না। তাইতো (তোমার) দু’চোখে স্বপ্নগুলো ফুটে উঠতো বাস্তব হয়ে। তাইতো আমাকে করে তুলছে স্বপ্নবাজ। অপূর্ণ রাখনি কোন শখ। হয়তো ‘না’ শব্দটি ছিলো না তোমার অভিধানে।



কলেজ হোস্টেলে মাস শেষ হওয়ার আগেই শেষ হতো হাতখরচ। ২৩ কিংবা ২৫ তারিখে অবেলা তুমি ফোন করে বলতে কত লাগবে, বলতাম, দিও। আরও বলতাম, বাবা শুনছো, বন্ধুরা বায়না ধরেছে ঘুরতে যাবে। নির্ধারিত সময়ের আগেই মুঠোফোনে টাকা আসতো। প্রায়শই প্রত্যাশার চাইতে পরিমাণে বেশি দেখে লাফিয়ে উঠতাম।


সেই ছোট্টবেলা ঈদের শপিং দেখে মনে হতো ঈদ শুধু ছোটদের। দুই ঈদে নতুন জামা পাওয়ার বায়না। ঈদের সকালে আলমারি থেকে নতুন জামা পরে আম্মুর পর বাবার সালামি নিতে গিয়ে চোখে পড়ে ঢিলেঢালা ফর্মাল ড্রেসে আবৃত বাবা।


মনে পড়ে, ছোটবেলা তুমি ঘরে ফেরার আগেই ঘুমিয়ে পড়তাম। সকালে বালিশের নিছে মিলতো  প্রিয় বস্তু। অজানা থেকে যেতো। বলতে, পড়াশোনা করলে আরও পাবে।

বাবা কেমন আছ? দেখতে দেখতে তিনটা বছর পেরিয়ে গেলো। বছরের একটি দিনও এমন কাটেনি যে তোমাকে ভুলতে পারছি। আমার প্রতিটা মুহূর্ত কাটছে ওপার থেকে তোমার জীবন্ত একটি বাবা তুমি কেমন আছো শব্দটি শুনব বলে। আর তুমি বলবে তোমার কোনো চিন্তা নেই, আমি তো তোমার পাশে আছি সবসময়। তোমার চলে যাওয়ার দিন ডাক্তার যখন আমার কাছে এসে বললো যে, তুমি আর নেই তখন মনে হয়েছিল এই পৃথিবীর সব আকাশ ভেঙে পড়ছে আমার ওপর। মনে আছে সেদিনের কান্না । বাবা বিশ্বাস কর আমি কখনো একটি মুহূর্তের জন্যও তোমাকে ভুলে থাকিনি। বাবা তুমি ছিলে আমার ভালোবাসার সবকিছু। আমার সংগ্রাম, পথচলা, জীবনে অনেক বড় হতে চাওয়া—সবকিছুর মূলেই তুমি ছিলে বাবা, শুধু তুমি।

মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা-আয়ালার নিকট দোয়া করি তিনি যেন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। বাবা তোমার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo