সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ নভেম্বর ২০২৩, ০১:৫৯ এএম

মোট পঠিত: ৩১৮

আমাকে ফ্লোরে রাখা হচ্ছে: আদালতকে মির্জা আব্বাস

Babul K.
আমাকে ফ্লোরে রাখা হচ্ছে: আদালতকে মির্জা আব্বাস
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাফাই সাক্ষীর জন্য আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত। এদিন শুনানি চলাকালে আদালতের কাছে মির্জা আব্বাস কথা বলার জন্য অনুমতি চান। আদালত কথা বলার অনুমতি দিলে তিনি বলেন, ‘এর আগেরবার আমি ও মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন আমাকে ও মির্জা ফখরুলকে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সেলে রাখা হয়েছিল। এবার আমাকে রাখা হচ্ছে ফ্লোরে। এবার তো হেঁটে আসছি। পরের বার হয়তো হুইল চেয়ারে করে আমাকে আসতে হবে।’ 

এর আগে, রোববার (৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত সাফাই সাক্ষীর তারিখ ধার্য করেন। 

মির্জা আব্বাসের পক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। আমরা আদালতের কাছে মামলাটির ন্যায়বিচারের স্বার্থে যুক্তিতর্ক থেকে উত্তোলন করে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করি। ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪২ ধারায় লিখিত বক্তব্য জমা দেয়। এ ছাড়াও মির্জা আব্বাসের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নথিভুক্ত রেখে সাফাই সাক্ষীর জন্য আগামী ৮ নভেম্বর তারিখ করেন।

আদালতকে এসময় মির্জা আব্বাস আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সেলে রাখার বিষয়ে আমি হাইকোর্টে নজরে আনলে আমাকে সরাসরি ডিভিশন দেন। আমার বয়স হয়েছে, ডিভিশন বিষয়টি বিবেচনা করবেন স্যার। 

এরপর আদালত বলেন, আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। আমি সরাসরি হাইকোর্টের মত আদেশ দিতে পারি না। তখন আইনজীবীরা বলেন, আপনি (বিচারক) জেলকোড অনুযায়ী সরাসরি আদেশ দিতে পারেন। 

উভয় পক্ষের শুনানি শেষে সাফাই গ্রহণ ও অন্যান্য আদেশের জন্য আদালত ৮ নভেম্বর তারিখ ধার্য করেন। এ মামলায় গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

এদিকে, এদিন রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির শীর্ষ নেতা মির্জা আব্বাসকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ মির্জা আব্বাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত ১ নভেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo