সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
repoter 4

প্রকাশিত :
০৮ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩০১

আইসিসির ডিসেম্বরের সেরা ব্রুক ও গার্ডনার

repoter 4
আইসিসির ডিসেম্বরের সেরা ব্রুক ও গার্ডনার
খেলা

ডেইলি বাংলা টাইমস: জাতীয় দলে আসার আগেই হার্ড হিটার হিসেবে বেশ সুনাম ছিল। জাতীয় দলে পা রেখে সেই নামের সুবিচারও করেছেন হ্যারি ব্রুক। দলকে জিতিয়েছেন টি–টোয়েন্টির বিশ্বসেরা পদক। এবার ব্রুকের জন্য এসেছে আরও সুখবর। গত মাসেই পাকিস্তানকে বিধ্বস্ত করে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পুরষ্কারস্বরুপ এবার বড়সড় পদক জিতলেন ইংল্যান্ডের এই ব্যাটার।

২৪ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে এসে স্বাগতিকদের পাত্তাই দেয়নি পাকিস্তান। একটি নয়, দুটি নয় সিরিজের তিনটি টেস্টই জিতেছে ইংলিশরা। ব্যাট হাতে সে সিরিজে বিরাট অবদান ছিল ব্রুকের। তিন ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি। আর পুরষ্কারে এবার আইসিসির ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার। প্রতিদ্বিন্দ্বীতায় পেছনে ফেলেছেন বাবর আজম ও ট্রাভিস হেডকে।

পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়ে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন ব্রুক। ৩–০ ব্যবধানে ইংলিশদের জয়ের পথে ৩টি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন তিনি। রাওয়ালপিন্ডিতে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস দিয়ে সিরিজ শুরু করেন। সেই ম্যাচে ১৯টি চারের পাশাপাশি মারেন ৫টি ছক্কাও। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে আসে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস।

এরপর আর কোনো থামা নেই। পরের দুটি ম্যাচেও দেখিয়েছেন নিজের প্রতিভা, তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাতে ৩ ম্যাচে ৯৩.৬০ গড়ে তার রান ছিল ৪৬৮। আর এতেই মাসসেরার পুরষ্কারটা ওঠে তার হাতে।

মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় ব্রুক বলেন, ‘আইসিসির ডিসেম্বরের মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা সম্মানের ব্যাপার ছিল। ৩–০ ব্যবধানে পাকিস্তানের টেস্ট সিরিজ জেতা দারুণ অর্জন। আর নিজের প্রথম টেস্ট সফরে ব্যাট হাতে ইংল্যান্ডকে সহায়তা করতে পারাও আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার।’

অন্যদিকে নারীদের ক্রিকেটে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি সিরিজ জয়ে অবদান রাখায় পুরস্কারটি পেলেন এই অলরাউন্ডার। অবশ্য গার্ডনার বছরজুড়েই মুগ্ধতা ছড়িয়েছেন।

বছরের শেষে ভারতের বিপক্ষে সিরিজ জেতার পথে ১৬৬.৬৬ গড়ে করেছেন ১১৫ রান। বল হাতেও ৭ উইকেট নিয়েছেন। গার্ডনার বলেছেন, ‘ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়ে আমি সম্মানিত।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo