সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জুন ২০২৩, ০২:৪৮ এএম

মোট পঠিত: ২৯৮

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে আফিফ-নাঈম

Babul K.
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে আফিফ-নাঈম
খেলা

ডেইলি বাংলা টাইমস: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা চলছিল তখন। দুপুরের পর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের ড্রেসিং রুম ছেড়ে গেলেন একাডেমি মাঠে। টেস্টের নাটাই তখন বাংলাদেশের হাতে, তাই তো হাথুরুসিংহের মনোযোগ লাল বল ছেড়ে সাদা বলে। তখন একাডেমি মাঠে অনুশীলন করছিলেন সাদা বলের ক্রিকেটাররা।

ক্রিকেটাররা যখন নিজেদের প্রস্তুতে ব্যস্ত তখন হাথুরুসিংহে সংক্ষিপ্ত মিটিং সেরে নেন প্রধান নির্বাচক মিনাহাজুল আবেদীনসহ বাকি নির্বাচকদের সঙ্গে। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের খসড়া তৈরি হয়ে যায়। অপেক্ষা ছিল একমাত্র তামিম ইকবালের জন‌্য। 

শনিবার দুপুরে ইনডোরের আউটের ব‌্যাট হাতে ঘাম ঝরিয়েছেন তামিম। ব‌্যাক পেইনের কারণে এই টেস্টে খেলা হয়নি তার। আজ ফুরফুরে অনুশীলনের পর খেলার জন‌্য সবুজ সংকেত দিলে তাকে রেখেই ঘোষণা করা হয় ১৫ সদস‌্যের স্কোয়াড। এছাড়া পুনর্বাসনে থাকা সাকিব আল হাসানও ফিরেছেন। 

ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচের দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ডাক পেয়েছেন স্কোয়াডে। বাদ পড়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে এক সিরিজ পরেই আবার রঙিন জার্সিতে ফিরেছেন এই ক্রিকেটার। ঢাকা লিগে ১৩ ইনিংসে ৫৫ গড়ে ৫৫০ রান করেছেন আফিফ।

দলে ডাক পেয়েছেন ঢাকা লিগে সর্বোচ্চ রান করা মোহাম্মদ নাঈম শেখ। ৭১.৬৯ গড়ে ১ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে সর্বোচ্চ ৯৩২ রান করেছিলেন নাঈম। রান ফোয়ারা ছোটানোয় এবার জাতীয় দলের দুয়ার তার জন‌্য খুলে গেল। এই বাঁহাতি ব্যাটসম্যান সবশেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে।

ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি তাসকিন আহমেদ। আফগানিস্তান টেস্ট দিয়ে ইনজুরি কাটিয়ে খেলায় ফেরেন। এবার ফিরলেন সাদা বলের দলে। তিন ম্যাচ সিরিজের এই দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। আয়ারল্যান্ডে শেষ ওয়ানডেতে রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক হয়েছিল। দুজনের কেউই বলার মতো কিছু করতে পারেননি। আর রাব্বি অ্যাওয়ে সিরিজে কোনো ম্যাচে সুযোগ না পেয়ে এবার জায়গা হারালেন। 

টেস্ট শেষে বিরতি পাচ্ছে দুই দলই। আফগানিস্তান চলে যাবে আবুধাবীতে ক্যাম্প করতে। ১ জুলায় পুনরায় বাংলাদেশে আসবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ তারিখ। ঈদের আগে বাংলাদেশের কয়েকদিনের অনুশীলন হবে। ঈদের পর ক্রিকেটাররা সরাসরি যোগ দেবেন চট্টগ্রামে।  

ওয়ানডের পর সিলেটে দুই দল দুটি ম‌্যাচ খেলবে ১৪ ও ১৬ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ  নাইম শেখ। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo