সর্বশেষ:
News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন News Image গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি News Image কেবল সাংবাদিকরাই পাবেন অ্যাক্রিডিটেশন কার্ড : প্রেস সচিব News Image দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত News Image ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান News Image বিচার নিয়ে এখনও অন্ধকারে সাগর-রুনির পরিবার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

মোট পঠিত: ২৪৮

৭ বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা পপ তারকা শাকিরার

Babul K.
৭ বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা পপ তারকা শাকিরার
বিনোদন

 


সাতবছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় পপ-রক তারকা শাকিরা।


স্থানীয় সময় বৃহস্পতিবার ৪৭ বছর বয়সী শাকিরা তার ১২তম স্টুডিও অ্যালবাম 'লাস মুজেরেস ইয়া নো লোরান' বা 'ওমেন নো লংগার ক্রাই'  (নারীরা আর কাঁদে না) প্রকাশের ঘোষণা দেন।


শাকিরা নিশ্চিত করেছেন, আগামী ২২ মার্চ সব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ওমেন নো লংগার ক্রাই' নামের বহুল প্রতীক্ষিত এই অ্যালবাম।


সর্বশেষ ২০১৭ সালে তার সর্বশেষ অ্যালবাম 'এল ডোরাডো' মুক্তি পেয়েছিল।


এবার সাত বছর পরে আগের চেয়ে আরও বেশি শক্তিমত্তা নিয়ে ফিরে আসছেন এই শিল্পী।


অ্যালবামের প্রচ্ছদও শেয়ার করেছেন শাকিরা। 


ছবিতে আমরা কলম্বিয়ান গায়িকার মুখ খুব কাছ থেকে দেখা যাচ্ছে, তিনি আকাশের দিকে তাকিয়ে রুপালি অশ্রু ঝরাচ্ছেন।


ছবিটি আমাদের পিয়েতা এবং সেই সব কুমারীদের কথা মনে করিয়ে দেয়, যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন।


এছাড়াও তিনি ভিজ্যুয়ালের আরও তিনটি ছবি আপলোড করেছেন। 


কলম্বিয়ান এই শিল্পী তার সোশ্যাল মিডিয়ায় অ্যালবামটি সম্পর্কে লিখেছেন, আগামী ২২ শে মার্চ আসছে আমার নতুন অ্যালবাম 'ওমেন নো লংগার ক্রাই'। এর কৃতিত্ব আমার একার নয়। আপনারা সবাই এবং আমার পুরো টিম এই কাজের সঙ্গে ছিল। যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিল।


অ্যালবামের নাম 'ওমেন নো লংগার ক্রাই' রাখার  কারণ


শাকিরা এই অ্যালবামটির নামকরণের কারণও জানিয়েছেন।


তিনি লিখেছেন, 'প্রতিটি গান লিখতে গিয়ে আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে তৈরি করেছি। সেগুলো গাইতে গাইতে আমার অশ্রু হীরে এবং আমার দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছে।'

  


অ্যালবামের আটটি গান নতুন, একটি রিমিক্স এবং সাতটি আগে প্রকাশিত একক সংগীত।


সেপ্টেম্বরে শাকিরাকে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে 'ভিডিও ভ্যানগার্ড' অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল, যা একজন শিল্পীর আজীবনের কৃতিত্বের স্বীকৃতি।


২০২২ সালের জুনে দীর্ঘদিনের সঙ্গী জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর সংগীতে মনোনিবেশ করেন 'ওয়াকা ওয়াকা' খ্যাত এই গায়িকা।


গত মে মাসে বিলবোর্ডের 'ওমেন অব দ্য ইয়ার' পুরস্কার গ্রহণের সময় শাকিরা তার জীবনের পরিবর্তনের কথা উল্লেখ করেন।


পুরস্কারটি নেওয়ার সময় তিনি বলেন, 'এটি আমার জীবনের বিপর্যয়ের একটি বছর। যখন আমি আগের চেয়ে নিজেকে আরও অনেক বেশি অনুভব করেছি এবং বুঝেছি যে নারী হওয়ার অর্থ কী।'


তিনি আরও বলেন, 'এই বছর আমি উপলব্ধি করেছি যে আমরা নারীরা আমাদের ধারণার চেয়েও শক্তিশালী, আমরা যা বিশ্বাস করি তার চেয়ে সাহসী, আমাদের যা শেখানো হয়েছিল তার চেয়েও বেশি স্বাধীন '


২০১১ সালের মার্চে প্রথমবার পিকের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছিলেন শাকিরা। তারপরই একজন নারী হিসেবে নিজের মূল্য উপলব্ধি করার কথা বলেছিলেন তিনি।


শাকিরা বলেন, প্রত্যেক নারীর জীবনেই এমন একটা সময় আসে যখন সে আর নিজেকে নিজের মতো করে ভালোবাসতে এবং গ্রহণ করতে অন্য কারো ওপর নির্ভর করে না।


তিনি বলেন, 'জীবনে এমন একটি সময় আসে যখন অন্য কাউকে খোঁজার বদলে মানুষ নিজেকে অনুসন্ধান করে।'


শাকিরা আরও বলেন, 'এমন সময়ও আসে যখন নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষার বদলে, খাঁটি হওয়ার আকাঙ্ক্ষা আসে মানুষের মনে। যখন বিশ্বস্ত কাউকে খুঁজে পাওয়া নিজের প্রতি বিশ্বস্ত হওয়ার চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে যায়।'


খুব অল্প বয়স থেকেই শাকিরা পপ-রক সংগীতের অনুরাগীদের উপহার দিয়েছেন ভিন্ন স্বাদের গান৷ গীতিকার, সুরকার ও গায়িকা শাকিরা, ৯০-এর দশকের মাঝামাঝি থেকে ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা৷


কলাম্বিয়ার এই গায়িকা সেই সীমানা ছাড়িয়ে বিশ্ব আসরেও জায়গা করে নেন৷ ২০০১ সালে 'হোয়েনএভার, হোয়ারএভার' এই গানটি তাঁকে এনে দেয় ব্যাপক আন্তর্জাতিক খ্যাতি ৷


তার অ্যালবাম 'লন্ড্রি সার্ভিস' বিশ্বব্যাপী প্রায় এক কোটি তিরিশ লক্ষ কপি বিক্রির মধ্য দিয়ে, আন্তর্জাতিক পপ-রক সংগীতাঙ্গনে শাকিরা হয়ে ওঠেন এক মধ্যমণি৷ 


দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের নিজস্ব সংগীতের জন্য ফিফা বেছে নিয়েছিল তার 'ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা' গানটি৷ আজও বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় স্থান পেয়ে আছে এই গান৷


শাকিরা'র জন্ম ১৯৭৭ সালে কলাম্বিয়ার বারানকিয়া শহরে৷ আসল নাম শাকিরা ইজাবেল মেবারাক রিপল৷ ছোটবেলা থেকেই ল্যাটিন সংগীতের প্রতি তার ছিল গভীর অনুরাগ৷ ১৪ বছর বয়সে প্রকাশ পায় তাঁর প্রথম অ্যালবাম 'মাগিয়া'৷


১৭ বছর বয়সে বাবা মায়ের সাথে তিনি চলে আসেন অ্যামেরিকার ফ্লোরিডায়৷ সেখানে তার পরিচয় হয় বিখ্যাত গায়িকা গ্লোরিয়া এস্টেফান এবং তার স্বামী সংগীত প্রযোজক এমিলিও'র সঙ্গে৷ এমিলিও তার দুটি অ্যালবাম প্রকাশ করেন৷ সেই থেকে শুরু হয় শাকিরা' র সফল সংগীত জীবন৷ 


পপ ও রকের সঙ্গে তার গানে মিশেছে ল্যাটিন ও আরব সংগীতের প্রভাব৷ কনসার্টে তারই সঙ্গে যুক্ত হয় শাকিরার লাস্যময় বেলি ডান্স৷


সমাজ সেবায় উদ্বুদ্ধ শাকিরা প্রতিষ্ঠা করেছেন 'পিয়েস ডেসকালজোস ফাউন্ডেশন'৷ এর লক্ষ্য কলোম্বিয়া'র অবহেলিত ও দরিদ্র শিশুদের সাহায্যার্থে বিভিন্ন শিশু উন্নয়ন প্রকল্প৷ 


উল্লেখ্য, 'ওয়াকা ওয়াকা' গানটি থেকে অর্জিত গোটা অর্থই এই কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে৷ তাছাড়াও শিশুদের সাহায্যার্থে আরও বহু বেনিফিট কনসার্ট পরিবেশন করেছেন শাকিরা৷ বিশ্বব্যাপি ৬ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তার৷


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo