ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১০-০৫ ১৬:১৪:১৫




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-১০-০৫ ১৬:১৪:১৫




  • রাজনীতি
  • শেখ হাসিনা গডফাদার আর টাকা পাচারকারীদের জননী: রিজভী.

শেখ হাসিনা গডফাদার আর টাকা পাচারকারীদের জননী: রিজভী

kzqghvva

শেখ হাসিনা গডফাদার আর টাকা পাচারকারীদের জননী: রিজভী

kzqghvva


আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নেতার ভাইরাল হওয়া অডিওর কথা তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি (শেখ হাসিনা) ছিলেন আওয়ামী লীগের জননী, গডফাদারদের জননী, টাকা পাচারকারীদের জননী।’


শনিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সঙ্গে নিয়ে এই শ্রদ্ধা জানান রিজভী।

রিজভী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলের মতো যেন আদালত পরিচালিত না হয়; সেই নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক। এটাই দেশবাসীর চাওয়া।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, গতকাল (শুক্রবার) একটা অডিও ভাইরাল হয়েছে- শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের একজন ছাত্রলীগ নেতার। ছাত্রলীগ নেতা বলছেন- ‘আপা, পুলিশ হানা দেয়, প্রতিদিন পাচ-ছয়জনকে গ্রেফতার করে নিয়ে যায়’। অথচ আপনি (শেখ হাসিনা) তো ছিলেন প্রধানমন্ত্রী, যিনি সত্যিকার প্রধানমন্ত্রী থাকেন- সেখানে আইনের শাসন থাকে। যিনি অপরাধ করেন, সেই অপরাধীর সাজা হয়। সে যে দলেরই হোক। আপনি (শেখ হাসিনা) কি জানতেন না- আপনি পালিয়ে যাওয়ার পর মাত্র এক মাসও হয়নি, স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগ-যুবলীগ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপরও পুলিশ তাদেরকে পূজা করবে? তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে।

তিনি বলেন, শুক্রবার ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথন করে আপনার (শেখ হাসিনা) যে বর্বর, নিষ্ঠুর, রক্ত পান করা ছাড়া অন্য কোনো বিবেক নেই, মানবতা নেই- সেটা আবার প্রমাণ করলেন। অথচ আপনি বলতে পারতেন- ওইখানে হত্যাকাণ্ড হলো কেন? ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন? বলেননি, কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, গডফাদারদের জননী, টাকা পাচারকারীদের জননী।

দেশবাসী সত্যিকার একটি আইনের শাসনের সরকার চায় উল্লেখ করে রিজভী বলেন, মিথ্যা মামলায় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেফতার করা হয়েছিল; গ্রেফতার করে তাকে সাজা দেওয়া হয় ৭০ বছর। একটা অনাচারমূলক রাষ্ট্রের দৃষ্টান্ত; শেখ হাসিনা যে মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিলেন, সেখানে হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। অভিযোগ হাবিবুল ইসলাম হাবিব নাকি শেখ হাসিনার গাড়িবহরে হামলা করেছিল। আমরা সেদিনের ঘটনা জানি, হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় অবস্থান করছিল। আমাদের একটি প্রোগ্রাম ছিল ঢাকায়, অথচ তার নামে পরিকল্পিতভাবে মিথ্যা সাজানো মামলা দেওয়া হয়।


রুহুল কবির রিজভী বলেন, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সড়ক বিভাগ থেকে ১৫ বছরে কত হাজার কোটি টাকা গেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে- এখন সেসব প্রতিদিন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। সুতরাং এই ধরনের লুণ্ঠন ও টাকা পাচারের দেশ তৈরি করার জন্য তিনি (শেখ হাসিনা) কাজ করেছেন।


এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক যুবদল নেতা মেহেবুব মাসুম শান্তসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









মন্তব্য