ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৪-০৭-১৩ ০২:২৩:৩৫
দেশে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিলসহ বিক্ষোভ সমাবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার(১২ জুলাই) সন্ধ্যা ৭টা হতে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে একত্রিত হন শিক্ষার্থীরা।
পরবর্তীতে শিক্ষার্থীরা মশাল এবং মোমবাতি হাতে একটি প্রতিবাদী মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হউন। প্রধান ফটক হতে ঘুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মেধার মূল্যায়ন নিশ্চিত কল্পে অবিলম্বে কোটা সংস্কার করতে হবে। কোনো টালবাহানা চলবে না, এখনই কোটা সংস্কার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।