ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৬-২৫ ০০:৪৬:২৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৬-২৫ ০০:৪৬:২৬




  • সারা দেশ
  • গোড়াই ফ্লাই ওভারের নিচ হকারদের দখলে: নেপথ্যে চাঁদা আদায়.

গোড়াই ফ্লাই ওভারের নিচ হকারদের দখলে: নেপথ্যে চাঁদা আদায়

kzqghvva

গোড়াই ফ্লাই ওভারের নিচ হকারদের দখলে: নেপথ্যে চাঁদা আদায়

kzqghvva


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত ফ্লাই ওভার ব্রিজ। ফ্লাই ওভার ব্রিজের নিচ দিয়ে রয়েছে রাস্তা এবং ফাঁকা জায়গা। এখান থেকে উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে সেটা সখিপুর-সাগরদিঘী-গারোবাজার হয়ে মধুপুর-ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে গিয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। ফ্লাই ওভারের নিচে রাস্তাসহ দখল করে দোকান বসিয়েছে একদল অসাধু ব্যবসায়ী ও স্থানীয় চাঁদাবাজরা। ফলে প্রায় সময় জ্যাম পড়ে,যাত্রীরা পড়েন ভোগান্তিতে।


একাধিক দোকান ব্যবসায়ীরা জানান,এখানে তারা দোকান করছে স্থানীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই। তারা আরো জানান,তাদের যদি ম্যানেজ না করা যেত তাহলে কি এখানে দোকান করা সম্ভব?একদিন চাঁদা না দিলে দোকান বন্ধ হয়ে যায়! তাইলে বুঝেন আমরা কেমনে দোকান করি? তারা আরো বলেন, টাকা দিয়েই সব ম্যানেজ করা হচ্ছে। 

এসব অসাধু ব্যাবসা যেন অতি দ্রুত বন্ধ হয়ে যায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে স্থানীয় ও ভোগান্তিতে থাকা যাত্রীরা।


গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ গণমাধ্যমকে বলেন,আমি অসুস্থ,হাসপাতালে ভর্তি,কথা বলতে পারছিনা,পরে এক সময় কথা বলব,আইসেন।









মন্তব্য