ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৪-০৩ ১৯:৩২:২০




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০৪-০৩ ১৯:৩২:২০




  • সারা দেশ
  • দিনদুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি.

দিনদুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

kzqghvva

দিনদুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

kzqghvva


বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুট, অস্ত্র ছিনতাই ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের রেশ কাটতে না কাটতেই এবার দিনদুপুরে থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) থানচি উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ টাকা লুট করেছে। কৃষি ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে তা এখনো জানা যায়নি। নিরাপত্তার কারণে বান্দরবানের সব ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত করা হয়েছে।


স্থানীয়রা জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।


ব্যাংকের ভেতরে টাকা তুলতে যাওয়া ব্যক্তিরা জানান, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। এই সময়ের মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে টাকা লুট করে নিয়ে চলে যায়।


এদিকে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক লুটের ঘটনায় যা করণীয় সবই করছে সরকার।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে জঙ্গিগোষ্ঠীটি এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। কুকি চিনের তৎপরতা ইদানীং বেড়েছে। বিজিবি-পুলিশ অপারেশন চালাচ্ছে।


তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছেন। ব্যাংক লুট করে চলে যাওয়ার পর পুলিশ বিজিবি সেখানে অপারেশন চালাচ্ছে। সেনাবাহিনী সদস্যরা সেখানে যোগ দেবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের সোনালী ব্যাংক পিএলসি শাখায় হামলা চালিয়ে টাকা লুট করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এখনও এ তথ্যে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্র লুট এবং ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায়। 


বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম ও মুসা খান।









মন্তব্য