ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৪-০৩-০৪ ১৮:৫৯:৫৪
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বিপিএলে আলো ছড়ানো জাকের আলী অনিক। শুধু তাই নয়, ৫৫০ দিন পর বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা ছয়টায় শুরু হবে খেলা।
এ পর্যন্ত দুই দল ১৩টি টি-টোয়েন্টি খেলেছে। বাংলাদেশ জিতেছে মাত্র চারটিতে। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দুই দলই কাছাকাছি। শ্রীলংকা আটে, বাংলাদেশ নয়ে। এই সিরিজ জিতলেই শ্রীলংকাকে টপকে আটে উঠে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহেশ থিকসেনা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।