ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৪-০২-১৭ ১১:১৭:২২
রাজধানীর কাওরান বাজারে এফডিসি গেটের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে গেলে সকালে ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে রেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটের এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেইনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল।
তিনি আরও বলেন, ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।