ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৪-০২-১২ ০০:১২:৫৯
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাছের বদলে মানুষ এখন মাছের কাঁটা কিনে খাচ্ছে। ঘটনাটা সত্য, এটা অ্যালিগরি নয়, কোনো রূপক কথা বলছি না। দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্ষমতাসীন দলের ‘বাজার সিন্ডিকেট’ আরো বেপরোয়া হয়ে উঠেছে। সিন্ডিকেটরা আরো বেশি বেপরোয়া হয়ে লুটপাটে মেতে উঠেছে।
রববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, চিনি, শাকসবজি, মাছ-মাংসসহ সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে ঊর্ধ্ব শ্বাসে। মাছের মাংসটা আলাদা সরিয়ে রেখে শুধু পাঙ্গাশ মাছের কাটা বিক্রি হয়েছে এই ঢাকা শহরে। কি ভয়ংকর পরিস্থিতির মধ্যে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্তরা বসবাস করছে, তার একটি দৃষ্টান্ত তুলে ধরলাম।
যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মুরগির বদলে মুরগির চামড়া ও ঠ্যাং-পা সেটা কিনে খাচ্ছে।’
জনস্বার্থের কথা বিবেচনায় না নিয়ে এরমধ্যে বেশ কয়েকবার গ্যাস-বিদ্যুৎ ও পানির দাম বেআইনিভাবে বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধুমাত্র সরকারি দলের সিন্ডিকেটের কারণে এই ভরা মৌসুমে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। মাছ ও মাংস প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।