ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০২-০৯ ২২:৫৫:০৬




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৪-০২-০৯ ২২:৫৫:০৬




  • জাতীয়
  • আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের বশির.

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের বশির

kzqghvva

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের বশির

kzqghvva


আলজেরিয়ার অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কিশোর হাফেজ বশির আহমদ (১৩)। বিশ্বের ৯০ দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।


বুধবার ফাইনাল রাউন্ডে ২০ দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বশির। দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করে যথাক্রমে আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান ও লিবিয়ার আহমেদ আলম।


হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে বশির ২০২১ সালের পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হয়েছিল।


বশিরের কুরআন শিক্ষক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমাদ-আন-নাছিরী বলেন, আমার ছাত্র মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করেছিল। তিনি জানান, আরেকটি বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যাবে বশির।










মন্তব্য