ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১২-২৫ ১৫:৫৭:১৭
ডলার সংকট
দেশের বাইরে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাতে ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।
এতে আরও বলা হয়, 'প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।' দেশে ডলার সংকট চলমান থাকায় এমন ঘটনা ঘটলো।