ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১২-০৩ ২১:০৭:২৪
বগুড়ার শাজাহানপুরে র্যাবের টহল গাড়ি দেখে দৌড়ে পালানোর সময় এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের দাবি, তাদের মিছিল দেখে র্যাবের একটি টহল দলের সদস্যরা ধাওয়া করেছিল। এ সময় পালাতে গিয়ে ওই যুবদল নেতার মৃত্যু হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।
মারা যাওয়া যুবদল নেতার নাম মো. ফোরকান আলী (৪২)। তিনি শাজাহানপুরের ঘাষিড়া সুফিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
ফোরকান আলী উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া সুফিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বড় ছেলে। তিনি খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন স্থানীয় সাংবাদিকদের বলেন, অবরোধ সফল করতে ফটকি ব্রিজ এলাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কর্মসূচি শেষে ফিরে যাওয়ার সময় র্যাব আমাদের ওপর হামলা চালায়। নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ফোরকান পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মুনির হোসেন বলেন, এ ঘটনার কোনো সত্যতা নেই। ফোরকান হার্ট অ্যাটাকে মারা গেছেন। ওরা যেখানে মিছিল করেছেন সেখানে পুলিশ বা র্যাবের কেউ যায়নি। ধাওয়া-পাল্টাধাওয়ার বিন্দুমাত্র কোনো বিষয় ছিল না। তবে বড় জোড় র্যাব-পুলিশের টহল গাড়ি থাকতে পারে। ফোরকানের ঘটনাকে রাজনৈতিক ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি ফোরকান হার্টের রোগী ছিলেন। তিনি মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মারা যান। তার পরিবারের সদস্যরা এটাই বলছেন। আমরা নিয়ম মেনেই কাজ করছি।