ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-০৮ ১২:৪৭:১৫




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-০৮ ১২:৪৭:১৫




  • রাজনীতি
  • বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো: মেজর হাফিজ.

বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো: মেজর হাফিজ

kzqghvva

বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো: মেজর হাফিজ

kzqghvva


বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো। বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলে বিএনপি'র হয়েই নির্বাচনে অংশ নেব। বুধবার সকালে বনানী বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।  

 অন্য কোনো দলে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে মেজর হাফিজ বলেন, বিএনপি যদি নির্বাচন করে বিএনপি'র হয়ে নির্বাচনে অংশ নেবো। এছাড়া অন্য কোনো বক্তব্য নেই। বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো বলে আশা করি।

তিনি বলেন, আমি মনে করি আন্তর্জাতিক মধ্যস্থতায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়া উচিত।  তবে শারীরিক অসুস্থতার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবো না। শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। সেটা বিএনপি থেকেই অবসর নিতে চাই। এছাড়া চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাবেন বলে জানিয়েছেন মেজর হাফিজ।









মন্তব্য