ডেইলি বাংলা টাইমস :
প্রকাশিত : ২০২৩-১১-০২ ১৯:১০:৩৬
ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়েছিল তা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় তালাবন্ধ থাকায় তা কলাপসিবল গেটের ভেতরে চেয়ারে রেখে গিয়েছেন ইসি কর্মকতা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের কর্মকর্তা মো. মহসিন ওই চিঠি নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। কিন্তু বাইরে সতর্ক পাহারায় থাকা পুলিশ সদস্য তাকে থামিয়ে বলেন, অফিস বন্ধ, ভেতরে কেউ নেই। পরে ওই ইসি কর্মকর্তা কার্যালয়ের পাশে হোটেল ভিক্টোরিয়াতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি টেলিফোনে বিএনপির অফিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন।
এরপর বিকাল ৩টা ৪০ মিনিটে মো. মহসিন আবারও চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে আসেন। এসময় পথচারী নাজিমকে (পিতা- শামসুল হক, গ্রাম- কুসুমবাগ, থানা- চরফ্যাশন, জেলা ভোলা) সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারে উপর চিঠিটি রেখে চলে যান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরে লেখা চিঠিতে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর বিকাল ৩টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী আবদুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভা হবে। এতে আপনার দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক মনোনীত দুইজন প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার অনুরোধ জানিয়েছেন।
গত ২৮শে অক্টোবর কাকরাইল ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন রোববার হরতাল ডাকে দলটি। এরপর মঙ্গলবার থেকে ডাকা হয় তিন দিনের অবরোধ। বিএনপি মহাসচিবসহ দলটির বেশ কয়েকজন নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এরপর থেকেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ করে পাহারা বসায় পুলিশ।
কার্যালয়ের পাশের ফুটপাত দিয়ে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেন তারা।বৃহস্পতিবার নয়াপল্টনে গিয়ে দেখা যায়, গত চারদিনের মতই কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন পুলিশ সদস্যরা। কার্যালয়ের সামনের ফুটপাত দিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে দেয়া হচ্ছে না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা বিভিন্ন চিঠি কলাপসিবল গেটের ভেতরে চেয়ারে রেখে যাচ্ছেন কুরিয়ার কর্মীরা।
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দু’দফা সংলাপে বিএনপিসহ কয়েকটি দল অংশ নেয়নি।