ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-০২ ১৪:৪২:৫২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১১-০২ ১৪:৪২:৫২




  • জাতীয়
  • শ্রমিক আন্দোলনে ফের উত্তাল মিরপুর.

শ্রমিক আন্দোলনে ফের উত্তাল মিরপুর

শ্রমিক আন্দোলনে ফের উত্তাল মিরপুর


বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের পোশাক শ্রমিকদের টানা চতুর্থ দিনের আ‌ন্দোল‌ন চলছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শ্রমিকরা পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় নামলে টিয়ারসেল মেরে তাদের ছত্রভঙ্গ ক‌রে দেয় পুলিশ। এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে‌।

সরেজমিনে দেখা যায়, মিরপুরের পূরুবী সিনেমা হলের সামনের রাস্তায় আন্দোলনরত শ্রমিকরা নামলে পুলিশের ধাওয়ায় পিছু হটে তারা। এ সময় অন্তত ১২টি টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

বর্তমানে মিরপুর এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে টিয়ারসেল নিক্ষেপ করেন। তারপর শ্রমিকরা যে যেভাবে পারে দিগ্বিদিক ছুটে যায়।

মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। আমরা তারপর অ্যাকশনে যাই।









মন্তব্য