ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৬ ২০:৩৮:১৮




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-২৬ ২০:৩৮:১৮




  • রাজনীতি
  • খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন.

খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

kzqghvva

খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

kzqghvva


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিন ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার অস্ত্রোপচার শেষ হয়। তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেয়া হয় খালেদা জিয়াকে। তিন ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। আমেরিকা থেকে আসা ডাক্তাররা তার অস্ত্রোপচার করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সাড়ে ১০টায় তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন। রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে আসেন অধ্যাপক হামিদ রব।









মন্তব্য