ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১১ ১৩:৪২:৩৪




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-১১ ১৩:৪২:৩৪




  • সারা দেশ
  • ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬.

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

kzqghvva

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

kzqghvva


ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২) ও ঈশ্বরগঞ্জ উপজেলার মারুয়াখাল গ্রামের আলতাব হোসেন (৬০)। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, গার্মেন্টস কর্মীদের বহনকারী বাসটি চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। এ সময় গাড়ি থামিয়ে চাকা বদলানোর প্রস্তুতি চলছিল। কয়েকজন বাসের সামনে দাঁড়িয়ে তা দেখছিলেন। কেউ বাসের ভেতরেই বসে ছিলেন। তখন পেছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।









মন্তব্য