ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-০৩ ১৬:৩৬:১৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৩-১০-০৩ ১৬:৩৬:১৩




  • রাজনীতি
  • আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান আমীর খসরু.

আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান আমীর খসরু

আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান আমীর খসরু


সরকার হটানোর আন্দোলনে রাজপথের কর্মসূচির সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (০৩ অক্টোবর) রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।

আমীর খসরু বলেন, ফরিদপুরের মানুষ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকারের জন্য রাস্তায় লড়ে যাচ্ছেন। আগামী দিনে যে ডাক আসবে সেখানে সবাইকে রাস্তায় থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, ফয়সালা কোথায় হবে? রাজপথে। রাস্তায় আজকে সেজন্য লক্ষ জনতা নেমেছে। ফয়সালা করে বাড়ি ফিরে যাবো।

অসুস্থ খালেদা জিয়াকে আবারো দ্রুত মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আর যদি তার মুক্তি দেরি হয়, তার চিকিৎসা দেরি হয়- এই ফ্যাসিবাদী অবৈধ সরকার ও রেজিমকে উচ্চমূল্য দিয়ে বিদায় দিতে হবে।’

সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করে খসরু বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদের ভয় এই জনপ্রিয় নেত্রী যদি বাইরে থাকে, তাদের অবৈধ সরকার টিকে থাকার কোনো সুযোগ নেই। যে কারণে বেগম জিয়াকে শুধু জেলে দেয়নি, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। জনগণ জেগে উঠেছে। অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির ‘একদফা’র দাবিতে এই রোডমার্চ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ির গোয়ালন্দ মোড় থেকে এই রোডমার্চ শুরু হয়। এটি রাজবাড়ী হয়ে মাদারীপুরে গিয়ে শেষ হবে।

গত ২১ সেপ্টেম্বর বিএনপির সিলেট বিভাগ, ২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ এবং ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগে রোডমার্চ হয়। এটি বিএনপির পঞ্চম রোডমার্চ।

রোডমার্চের দলনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে এবং রাজবাড়ির সদস্য কামরুল আলম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, মহিলা দলের হেলেন জেরিন খান, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, রাজবাড়ির লিয়াকত আলী বাবু, আসলাম মিয়া, হারুন অর রশীদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন।









মন্তব্য